Advertisement
২৫ এপ্রিল ২০২৪
IPL 2020

নাইটদের নতুন ফিনিশার হতেও তৈরি মর্গ্যান

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের পরে কেকেআরের সঙ্গে যোগ দিতে উড়ে যাবেন আবু ধাবি।

নজরে: কেকেআরের ব্যাটিংয়ের অন্যতম শক্তি মর্গ্যান। গেটি ইমেজেস

নজরে: কেকেআরের ব্যাটিংয়ের অন্যতম শক্তি মর্গ্যান। গেটি ইমেজেস

কৌশিক দাশ 
কলকাতা শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ০৪:৫০
Share: Save:

সীমিত ওভারের ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান ইংল্যান্ডের অধিনায়ক অইন মর্গ্যান। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ের অন্যতম শক্তিও। আসন্ন আইপিএলে মর্গ্যানকে ব্যাটিং অর্ডারে কোথায় খেলাবে কেকেআর, তা এখনও স্পষ্ট নয়। নাইটদের নতুন মেন্টর ডেভিড হাসি ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে আন্দ্রে রাসেলকে উপরে তুলে আনা হতে পারে। সে ক্ষেত্রে মর্গ্যান হয়তো পাঁচে। ইংল্যান্ড অধিনায়ক অবশ্য তৈরি যে কোনও জায়গায় নামার জন্য।

আঙুলের চোট সারিয়ে আজ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে মাঠে নামতে চলেছেন মর্গ্যান। তাঁর আগে বৃহস্পতিবার ম্যাঞ্চেস্টার থেকে আনন্দবাজার-সহ বিশ্বের নানা সংবাদমাধ্যমের সঙ্গে ভিডিয়ো প্রেস কনফারেন্সে ইংল্যান্ড অধিনায়ক পরিষ্কার করে দিলেন, আসন্ন আইপিএলে ফিনিশারের ভূমিকাতেও খেলতে তৈরি তিনি।

ইংল্যান্ডের জার্সিতে চার নম্বরে খেলা মর্গ্যানকে কেকেআরে পাঁচ নম্বরে নামতে হতে পারে। যা নিয়ে জিজ্ঞেস করায় মর্গ্যান মনে করিয়ে দিচ্ছেন, ‘‘আমি যখন আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলাম, তখন কিন্তু পাঁচ নম্বরেই ব্যাট করতাম। আমার পরিসংখ্যান ঘাঁটলে হয়তো দেখা যাবে, পাঁচ নম্বরেই বেশি বার ব্যাট করেছি। তাই এটা আমার কাছে নতুন অভিজ্ঞতা নয়।’’

আরও পড়ুন: চাপমুক্ত রাখছে টিটি-বিলিয়ার্ডস, বলছেন শুভমন

পাঁচ নম্বরে নামা মানে তো আপনার উপরে ম্যাচ শেষ করে আসার দায়িত্ব থাকবে। ফিনিশারের ভূমিকা নিয়ে কী ভাবছেন? মর্গ্যানের জবাব, ‘‘আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ নম্বরে শুরু করার পরে পারফরম্যান্সের ভিত্তিতে স্বাভাবিক ভাবে আমি চারে উঠে এসেছি। চার নম্বরেও আমি যথেষ্ট সফল। তবে কেকেআরের দলটা তো দারুণ। আমি জানি, যদি সুযোগ পাই তা হলে হয়তো পাঁচ নম্বরে ব্যাট করতে হবে। দল যেখানে চাইবে, সেখানেই ব্যাট করব। যে কোনও ভূমিকায় মানিয়ে নেওয়ার জন্য আমি তৈরি।’’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের পরে কেকেআরের সঙ্গে যোগ দিতে উড়ে যাবেন আবু ধাবি। সেখানে প্রায় আরও দু’মাস থাকতে হবে জৈব সুরক্ষা বলয়ে। কোভিড-১৯ পরিস্থিতিতে ক্রিকেট খেলা নিয়ে মর্গ্যানের পর্যবেক্ষণ, ‘‘আমরা এখানে সাউদাম্পটন আর ম্যাঞ্চেস্টারে জৈব সুরক্ষা বলয়ে থেকেছি। কিন্তু আবু ধাবিতে থাকার চ্যালেঞ্জটা একটু সহজ হবে।’’ সেটা কী রকম? মর্গ্যানের ব্যাখ্যা, ‘‘সাউদাম্পটন আর ম্যাঞ্চেস্টারে মাঠের ধারেই হোটেল ছিল। কিন্তু আবু ধাবিতে ব্যবস্থাটা অন্য।’’ তিনি মনে করছেন, আইপিএলের সুরক্ষা বলয়ের অভিজ্ঞতা অনেক উপভোগ্য হতে চলেছে। কেকেআরের অন্যতম ভরসা মর্গ্যানের ব্যাখ্যা, ‘‘নাইটদের হোটেলের কাছেই সমুদ্র সৈকত। সুইমিং পুল আছে। তার উপরে ক্রিকেটাররা চাইলে পরিবারও সঙ্গে নিয়ে যেতে পারে। এই ব্যাপারটা কিন্তু বিশাল পার্থক্য তৈরি করে দেবে। যে কারণে মনে হয়, আইপিএলের সুরক্ষা বলয়ে ইতিবাচক দিক অনেক বেশি আছে।’’

আরও পড়ুন: কাতার ম্যাচের স্মৃতিতে ডুব সুনীলের

তাঁর আঙুলের চোট যে পুরো সেরে গিয়েছে, সে ব্যাপারেও নাইট ভক্তদের আশ্বস্ত করেছেন মর্গ্যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2020 KKR Eoin Morgan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE