Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Mary Kom

পদ্ম পুরস্কারের জন্য একসঙ্গে ৯ মহিলা ক্রীড়াবিদের নাম সুপারিশ করল ক্রীড়ামন্ত্রক

পদ্ম তালিকার জন্য এই প্রথম নয় মহিলা ক্রীড়াবিদের নাম সুপারিশ করল ক্রীড়ামন্ত্রক।

এই প্রথম নয় মহিলা ক্রীড়াবিদের নাম সুপারিশ করল ক্রীড়ামন্ত্রক।

এই প্রথম নয় মহিলা ক্রীড়াবিদের নাম সুপারিশ করল ক্রীড়ামন্ত্রক।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৫
Share: Save:

পদ্ম তালিকার জন্য এই প্রথম নয় মহিলা ক্রীড়াবিদের নাম সুপারিশ করল ক্রীড়ামন্ত্রক। যে তালিকায় রয়েছেন মেরি কম থেকে সদ্য ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া পিভি সিন্ধু।

ক্রীড়ামন্ত্রক ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কমের নাম সুপারিশ করেছে পদ্মবিভূষণ সম্মানের জন্য। যা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। মেরি কম এর আগে ২০০৬ সালে পদ্মশ্রী এবং ২০১৩ সালে পদ্মভূষণ সম্মান পেয়েছেন। সদ্য বিশ্বচ্যাম্পিয়ন পিভি সিন্ধুর নামও পদ্মভূষণ সম্মানের জন্য সুপারিশ করেছে ক্রীড়ামন্ত্রক। সিন্ধু এর আগে ২০১৫ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।

এই দুই মহিলা ক্রীড়াবিদ ছাড়াও আরও সাত মহিলা ক্রীড়াবিদের নাম পদ্মশ্রী সম্মানের জন্য সুপারিশ করা হয়েছে। তাঁরা হলেন কুস্তিগির বিনেশ ফোগত, ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর, হকি দলের অধিনায়ক রানি রামপাল, শাটলার মনিকা বাত্রা, প্রাক্তন শুটার শুমা শিরুর এবং পর্বতারোহী যমজ বোন তাশি ও নাংসি মালিক।

আরও পড়ুন: আজ টেস্ট দল নির্বাচন, রোহিতের সঙ্গে ওপেনারের আলোচনায় শুভমনও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mary Kom PV Sindhu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE