Advertisement
১৯ এপ্রিল ২০২৪

এক দিন ভারতের কোচ হতে চাই, বলে দিলেন সৌরভ

ভারতীয় বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন সৌরভ। তাঁদের প্যানেলই রবি শাস্ত্রীকে ভারতীয় দলের কোচের দায়িত্ব দিয়েছে।

রাজকীয়: স্মিথের ইনিংস দেখে অভিভূত সৌরভ। ফাইল চিত্র

রাজকীয়: স্মিথের ইনিংস দেখে অভিভূত সৌরভ। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৯ ০৫:১১
Share: Save:

বিশ্বকাপে ভারতের সেমিফাইনালে হারের পরে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে দাবি উঠেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে কোচিংয়ের দায়িত্ব দেওয়ার। শুক্রবার কলকাতার এক অনুষ্ঠানে সৌরভ জানিয়ে দিলেন, ভারতীয় দলের কোচ অবশ্যই তিনি হতে চান। কিন্তু এখনই নয়। কারণ, বাংলার ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট হিসেবে এখনও এক বছর মেয়াদ বাকি। সেই সঙ্গে আইপিএল-এ দিল্লি ক্যাপিটালস দলের উপদেষ্টা । তাই এখনই কোচের পদে আবেদন করবেন না প্রাক্তন অধিনায়ক।

এ দিন সৌরভ বলেন, ‘‘ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নিতে আমি অবশ্যই আগ্রহী। কিন্তু এখনই নয়। আপাতত অনেক কিছুর সঙ্গে আমি যুক্ত। আইপিএল, সিএবি, টিভি ধারাভাষ্য থেকে রিয়ালিটি শো। এগুলো আগে মিটিয়ে নিই। পরে না হয় কোচের পদে আবেদন করা যাবে।’’

ভারতীয় বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন সৌরভ। তাঁদের প্যানেলই রবি শাস্ত্রীকে ভারতীয় দলের কোচের দায়িত্ব দিয়েছে। এ বারের কোচ বাছাই প্রকল্পে সৌরভ নেই। কপিল দেব, অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গস্বামীদের দায়িত্ব আগামী কোচ বেছে নেওয়ার। যেখানে ইতিমধ্যেই আবেদন করেছেন শাস্ত্রী। ভারত অধিনায়ক কোহালিও জানিয়েছেন, শাস্ত্রীর সঙ্গে তাঁদের বোঝাপড়া খুব ভাল। কপিল দেব নিজেও বলেছিলেন, ‘‘কোচ হিসেবে বিরাট কাকে চায়, তা জানানোর সম্পূর্ণ অধিকার অধিনায়কের রয়েছে।’’ সৌরভ মনে করেন, কোচের পদে যাঁরা আবেদন করেছেন তাঁদের মধ্যে বড় নাম নেই। বলছিলেন, ‘‘শুনছিলাম মাহেলা জয়বর্ধনে আবেদন করবে, কিন্তু শেষ পর্যন্ত তো করল না। কোচের পদে যাঁরা আবেদন করেছেন, সেখানে খুব একটা বড় নাম খুঁজে পেলাম না।’’

যদিও শাস্ত্রীর মেয়াদ নিয়ে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন সৌরভ। বলেছেন, ‘‘এই প্রসঙ্গে মন্তব্য করা উচিত নয়। প্যানেলে যাঁরা আছেন, তাঁরাই সেরা বেছে নেবেন।’’

ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর যে খুব একটা সহজ হবে না, তা আগাম জানিয়ে দিয়েছেন সৌরভ। নিজে অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে সফল হতে পারেননি। যদিও সেই দলের সঙ্গে বর্তমান দলের অনেক তফাত। প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘‘নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজ প্রচণ্ড শক্তিশালী। ওদের পছন্দের ফর্ম্যাটই টি-টোয়েন্টি। এই ফর্ম্যাট ওরা খুব উপভোগ করে। কেনই বা করবে না? ওরাই যে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন। ফ্লরিডায় দু’টি ম্যাচই ভারতের পক্ষে কঠিন চ্যালেঞ্জ।’’ যোগ করেন, ‘‘টেস্টেও খুব একটা সহজ হবে না। কারণ, ইংল্যান্ডের বিরুদ্ধে ওরা খুব ভাল খেলেছিল। পাঁচ বছর আগের ওয়েস্ট ইন্ডিজ সফরের সঙ্গে এ বারের অনেক তফাত থাকবে।’’ সৌরভ চান, তরুণ ক্রিকেটারেরা আরও বেশি করে সুযোগ পাক। বলেছেন, ‘‘যত ম্যাচ খেলবে, তত অভিজ্ঞতা বাড়বে। যতই বড় ক্রিকেটার হও না কেন, ধারাবাহিকতাই আসল। সেটা না থাকলে কোনও দাম নেই।’’

স্টিভ স্মিথের ইনিংস নিয়েও মুগ্ধ সৌরভ। বলেছেন, ‘‘স্মিথ যে জাত ক্রিকেটার তা ফের প্রমাণ করেছে। ক্রিকেটপ্রেমীদের মনে হয়তো সারা জীবনই এই ইনিংসটি থেকে যাবে। কে বলতে পারে, স্মিথের এই ইনিংসের জন্যই হয়তো অস্ট্রেলিয়া জিতে গেল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE