Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Tokyo olympics 2021

News Of The Day: টোকিয়োতে পদক জেতার আশায় ভারত, সোনা আনতে পারেন সৌরভ! আজ নজরে অলিম্পিক্স

তিরন্দাজ, কুস্তি, বক্সিং, শুটিং, ব্যাডমিন্টনের মতো খেলাগুলিতে পদকের আশা সব থেকে বেশি। আবার কয়েকটা বিভাগে একের বেশি পদকও আসতে পারে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০২১ ০৯:৩৩
Share: Save:

শুক্রবার উদ্বোধন হয়েছে টোকিয়ো অলিম্পিক্সের। আজ, শনিবার থেকেই পদকপ্রাপ্তির আশায় বুক বাঁধছে ভারত। সকাল সাড়ে ন'টায় শুটিং ইভেন্টে নামছেন দুই ভারতীয় সৌরভ চৌধুরী এবং অভিষেক বর্মা। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের যোগ্যতা অর্জন পর্ব কাটিয়ে উঠতে পারলেই তাঁরা পৌঁছবেন ফাইনালে। বেলা ১২টা নাগাদ ওই খেলাটির ফাইনাল শুরু হওয়ার কথা। এই ইভেন্টে উত্তরপ্রদেশের ছেলে সৌরভের সোনা জেতার সম্ভাবনা রয়েছে বলে অনেকে মনে করেছেন। তাই এ বারের অলিম্পিক্সে প্রথম ভারতীয় হিসেবে সৌরভ সত্যিই সোনা নিয়ে আসতে পারেন কি না, আজ নজর থাকবে সে দিকে।

আজ সকাল ১০টা নাগাদ রয়েছে বক্সিং। পুরুষদের ওয়েল্টারওয়েট প্রথম রাউন্ডে নামবেন ভারতের বিকাশ কিশন। এ ছাড়া মহিলাদের ভারোত্তলন রয়েছে। ভারতের হয়ে ৪৯ কেজি বিভাগে নামবেন মীরাবাই চানু। এগুলি থেকেও ভারতীয়দের পদক জয়ের সম্ভাবনা রয়েছে।

এ বারের অলিম্পিক্সে সব থেকে বড় দল পাঠিয়েছে ভারত। ১২৭ জন গিয়েছেন টোকিয়ো অলিম্পিক্সে অংশ নিতে। ফলে অন্য বারের তুলনায় এই বার পদক সংখ্যা বাড়তে পারে বলেও ধারণা অনেকের। তিরন্দাজ, কুস্তি, বক্সিং, শুটিং, ব্যাডমিন্টনে পদকের আশা সব থেকে বেশি। আবার কয়েকটি বিভাগে একের বেশি পদকও আসতে পারে। অলিম্পিক্সে দুই অঙ্কের পদক জিতে আসতে পারে ভারত, এমনটাই মত বিশেষজ্ঞদের। আজ থেকেই হয়তো তা শুরু হয়ে যেতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Morning News Wrap Tokyo olympics 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE