Advertisement
E-Paper

ফিফা বর্ষসেরার লড়াইয়ে তিন

ফের মেসি এবং রোনাল্ডো। সঙ্গে এ বার আটলেটিকো মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজম্যান। ফিফা বর্ষসেরা ২০১৬-র চূড়ান্ত লড়াই এই তিন লা লিগা প্লেয়ারের মধ্যে। যে তালিকা শুক্রবারই ঘোষিত হল। ব্যালন ডি’অর এ বার থেকে আলাদা দেবে স্পনসর।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৬ ০৩:৫৯

ফের মেসি এবং রোনাল্ডো। সঙ্গে এ বার আটলেটিকো মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজম্যান। ফিফা বর্ষসেরা ২০১৬-র চূড়ান্ত লড়াই এই তিন লা লিগা প্লেয়ারের মধ্যে। যে তালিকা শুক্রবারই ঘোষিত হল। ব্যালন ডি’অর এ বার থেকে আলাদা দেবে স্পনসর। ফিফা স্বয়ং বর্ষসেরা দেওয়া শুরু করছে। গত মরসুমে (২০১৫-১৬) মেসির সেরা সাফল্য বার্সেলোনাকে লা লিগা চ্যাম্পিয়ন হতে সাহায্য করা। রোনাল্ডো সেখানে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ এবং পর্তুগালের হয়ে ইউরো কাপ জিতেছেন। আর পঁচিশ বছর বয়সি গ্রিজম্যান ইউরো ২০১৬-র হায়েস্ট স্কোরার। তাঁর ক্লাব ও দেশ চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরো ফাইনালিস্ট। দেখার ফিফা বর্ষসেরার গত এক দশকের মেসি-রোনাল্ডো মৌরসিপাট্টা ভাঙে কি না।

Leonel Messi Christiano Ronaldo
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy