বিশ্বকাপে জয় না এলেও যে পথে ফাইনালে পৌঁছেছিল ভারত তা সবাইকেই মুগ্ধ করেছে। অনেকের খেলাই প্রমাণ করেছে, বড় মঞ্চে লড়ে দিতে প্রস্তুত ভারতীয় মহিলা ক্রিকেট দল। তাই চ্যাম্পিয়ন না হতে পারলেও আইসিসির সেরা এগারোতে ঢুকে পড়েছেন ভারতের তিন।
তিন জনের মধ্যে এ দিক থেকে এগিয়ে কিন্তু একতা বিস্ত। একমাত্র একতা বিস্তই জায়গা করে নিলেন ওয়ান ডে ও টি২০ দুই দলেই। আইসিসি-র ওমেনস টিম অফ দি ইয়ারের ওয়ান ডে দলে জায়গা পেলেন মিতালি রাজ। অল-রাউন্ডার হরমনপ্রীত কাউর রয়েছেন টি২০ দলে।
ইংল্যান্ডের হিথার নাইটকে ওডিআই দলের অধিনায়ক করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলরকে বেছে নেওয়া হয়েছে টি২০ দলের অধিনায়ক হিসেবে। ২০১৬র ২১ সেপ্টেম্বর থেকে ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে এই দল বেছে নেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিরাট-অনুষ্কার বিদেশে বিয়ে, গম্ভীর কী বললেন জানেন?
দুই দলে জায়গা করে নেওয়া ৩১ বছরের একতা বিস্ত এই মুহূর্তে ওয়ান ডে র্যাঙ্কিংয়ে রয়েছেন ১৪ নম্বরে। টি২০তে একতার র্যাঙ্কিং ১২। ১৯টি ওডিআই-এ একতার উইকেটের সংখ্যা ৩৪। সেখানে টি২০তে সাত ম্যাচে ১১।
আইসিসির টুইট
আইসিসির টুইট ’ 🙌_ 🏴 🇦🇺_ 🇮🇳 🇳🇿 🇦🇺 🏴_ 🏴 🇿🇦🇿🇦 🇮🇳 🏴 ’ 🙌 🇦🇺_ 🏴 🇮🇳 🌴 🇳🇿 🌴_ 🌴_ 🇦🇺 🇦🇺 🇳🇿 🇮🇳
ICC Women’s ODI Team of the Year 🙌@Tammy_Beaumont 🏴
— ICC (@ICC) December 21, 2017
M Lanning 🇦🇺@M_Raj03 🇮🇳@AmySatterthwait 🇳🇿
@eperryofficial 🇦🇺@Heatherknight55 c 🏴@Sarah_Taylor30 wk 🏴@danevn81 🇿🇦@kappie777🇿🇦
E Bisht 🇮🇳@AlexHartley93 🏴 pic.twitter.com/VCtUQDeIuJ
আইসিসির টুইট ’ 🙌_ 🏴 🇦🇺_ 🇮🇳 🇳🇿 🇦🇺 🏴_ 🏴 🇿🇦🇿🇦 🇮🇳 🏴
আইসিসির টুইট
আইসিসির টুইট ’ 🙌_ 🏴 🇦🇺_ 🇮🇳 🇳🇿 🇦🇺 🏴_ 🏴 🇿🇦🇿🇦 🇮🇳 🏴 ’ 🙌 🇦🇺_ 🏴 🇮🇳 🌴 🇳🇿 🌴_ 🌴_ 🇦🇺 🇦🇺 🇳🇿 🇮🇳