আমাদের তালুতে থাকা রেখাগুলিকে নিছক দাগ মনে হলেও, সেগুলির মাহাত্ম্য বিশেষ। সেই রেখার মধ্যেই লুকিয়ে রয়েছে আমাদের ভাগ্যের নানা গোপন রহস্য। প্রাচীনকাল থেকে বিশিষ্টজনেরা সেগুলি বিচার করে আসছেন। জ্যোতিষশাস্ত্রের এক গুরুত্বপূর্ণ বিষয় এই হস্তরেখাবিদ্যা। তবে কেবল হাতের রেখাই নয়, হাতের নানা চিহ্ন বিচার করেও নানা জিনিস বলে দেওয়া যায়। মেয়েদের তালুতে নানা চিহ্ন থাকা শুভ বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। সেগুলি সৌভাগ্যের ইঙ্গিত বহন করে। জেনে নিন কোন কোন চিহ্ন থাকলে নিজেকে ভাগ্যবান মনে করবেন।
আরও পড়ুন:
মেয়েদের তালুতে কোন পাঁচ চিহ্ন থাকা শুভ?
ত্রিকোণাকৃতি: কোনও জাতিকার তালুতে কনিষ্ঠার নীচে থাকা উঁচু জায়গায় ত্রিকোণাকার চিহ্ন থাকা শুভ বলে মনে করা হয়। এটি আর্থিক সৌভাগ্যের ইঙ্গিত দেয়। যে সকল মেয়েদের কনিষ্ঠার নীচে এই চিহ্ন থাকে, তাঁরা পেশাক্ষেত্রে প্রচুর উন্নতি লাভ করে বলে মনে করা হয়।
ইংরেজি ‘এম’ চিহ্ন: যে সকল মহিলাদের তালুতে ইংরেজি ‘এম’ চিহ্ন থাকে, তাঁরা জীবনে দারুণ উন্নতি করেন। এঁদের ভাগ্য সর্বদা এঁদের সঙ্গ দেয়। যে কোনও কাজ এঁরা একাগ্রতার সঙ্গে করে থাকেন। ফলত সফলতা প্রাপ্তিতে কোনও অসুবিধা হয় না।
আরও পড়ুন:
তারা চিহ্ন: জাতিকাদের হাতের পাতায় তারা চিহ্ন থাকাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তর্জনীর নীচের উঁচু জায়গায় তারা চিহ্ন থাকা জাতিকারা অত্যন্ত দৃঢ় হন। এঁরা যেটা করবেন বলে ভাবেন, সেটা করেই ছাড়েন। এঁদের মধ্যে নেতৃত্বদানের ক্ষমতা দেখা যায়।
ভাগ্যরেখা: যে সকল নারীদের তালুর মাঝবরাবর রেখাটি লম্বা ও মসৃণ হয়, তাঁরা বৈভবে জীবন কাটান। এঁরা আর্থিক দিয়ে স্বচ্ছল হন। পেশাক্ষেত্রে দারুণ সফলতা পান। জীবনে কখনও অর্থকষ্টের সম্মুখীন হতে হয় না।