Advertisement
০৫ মে ২০২৪

কোনও রকমে ম্যাচ বাঁচিয়ে সিরিজ জিতলেন ধোনিরা

প্রথমে ব্যাট করে ১৩৮ রান তুলল ভারত। ৫৮ রানের ইনিংস খেললেন কেদার যাদব।এই মুহূর্তে সিরিজ ড্র। দুই দলি জিতেছে একটি করে ম্যাচ। তিন ম্যাচের সিরিজ জিততে হলে আজকের ম্যাচ জিততেই হবে ভারতকে। এমন অবস্থায় শেষ দ্বিতীয় টি২০তে ভারতের ১০ উইকেটে জয়টাই তাতাচ্ছে পুরো দলকে।

শেষ আপডেট: ২২ জুন ২০১৬ ২২:২৮
Share: Save:

১৩৯ রানের লক্ষ্যে নেমে তিন বাকি থাকতেই শেষ হয়ে গেল জিম্বাবোয়ের ইনিংস। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান করে জিম্বাবোয়ে। প্রথমে ব্যাট করে ১৩৮ রান তুলল ভারত। ৫৮ রানের ইনিংস খেললেন কেদার যাদব। এই মুহূর্তে সিরিজ ড্র। দুই দলি জিতেছে একটি করে ম্যাচ। তিন ম্যাচের সিরিজ জিততে হলে আজকের ম্যাচ জিততেই হবে ভারতকে। এমন অবস্থায় শেষ দ্বিতীয় টি২০তে ভারতের ১০ উইকেটে জয়টাই তাতাচ্ছে পুরো দলকে। উল্টোদিকে ওয়ান ডে সিরিজ হেরে টি২০ সিরিজ জয়ের জন্য মুখিয়ে রয়েছে হোম টিম। ঘরের মাঠে পর পর সিরিজ হারতে কে চায়। কিন্তু একঝাঁক তরুণকে নিয়ে যেভাবে বিদেশের মাটিতে লড়াই দিচ্ছেন ধোনি তাতে একটু হলেও সিরিজ জয়ের দিকে এগিয়ে ভারত।

• তিন রানে জিম্বাবোয়েকে হারিয়ে ২-১ এ সিরিজ জিতে নিল ভারত।

• এই ওভার থেকে এল ১৭ রান।

• ২০ ওভারে জিম্বাবোয়ে ১৩৫/৬।

• স্রানের বলে চাহালকে ক্যাচ দিয়ে আউট চিগুম্বুরা। করলেন ১৬ রান।

• আউট...

• ১ বলে ৪ রান দরকার জিম্বাবোয়ের।

• স্রানকে চিগুমবুরার বাউন্ডারি।

• স্রানকে মারুমার ওভার বাউন্ডারি।

• এই ওভার থেকে এল ১১ রান।

• ১৯ ওভারে জিম্বাবোয়ে ১১৮/৫।

• বুমরাহকে মারুমার ছক্কা।

• ১৮ ওভারে জিম্বাবোয়ে ১০৭/৫।

• কুলকার্নির বলে বুমরাহকে ক্যাচ দিয়ে আউট ওয়ালনার। করলেন ১০ রান।

• আউট...

• এই ওভার থেকে এল ৭ রান।

• ১৭ ওভারে জিম্বাবোয়ে ১০৪/৪।

• এই ওভার থেকে এল ৬ রান।

• ১৬ ওভারে জিম্বাবোয়ে ৯৭/৪।

• এই ওভার থেকে এল ৩ রান।

• ১৫ ওভারে জিম্বাবোয়ে ৯১/৪।

• ৩৬ বলে জিম্বাবোয়েকে করতে হবে ৩৬ রান।

• এই ওভার থেকে এল ১৪ রান।

• ১৪ ওভারে জিম্বাবোয়ে ৮৮/৪।

• চাহালের বলে মনদীপ সিংহকে ক্যাচ দিয়ে আউট মুর। করলেন ২৬ রান।

• আউট...

• চাহালকে আবার মুরের জোড়া ছক্কা।

• এই ওভার থেকে এল ৩ রান।

• ১৩ ওভারে জিম্বাবোয়ে ৭৪/৩।

• এই ওভার থেকে এল ৯ রান।

• ১২ ওভারে জিম্বাবোয়ে ৭১/৩।

• চাহালকে মুরের ছক্কা।

• এই ওভার থেকে এল ৩ রান।

• ১১ ওভারে জিম্বাবোয়ে ৬২/৩।

• কুলকার্নির বলে এলবিডব্লু সিবান্দা। করলেন মাত্র ২৮ রান।

• আউট...

• এই ওভার থেকে এল মাত্র ১ রান।

• ১০ ওভারে জিম্বাবোয়ে ৫৯/২।

• এই ওভার থেকে এল ৭ রান।

• ৯ ওভারে জিম্বাবোয়ে ৫৮/২।

• অক্ষর পটেলের বলে এলবিডব্লু মাসাকাজা। করলেন ১৫ রান।

• আউট...

• এই ওভার থেকে এল ৮ রান।

• ৮ ওভারে জিম্বাবোয়ে ৫১/১।

• ৭ ওভার জিম্বাবোয়ে ৪৩/১।

• এই ওভার থেকে এল ২ রান।

• ৬ ওভারে জিম্বাবোয়ে ৪০/১।

• এই ওভার থেকে এল ৬ রান।

• ৫ ওভারে জিম্বাবোয়ে ৩৮/১।

• স্রানকে সিবান্দার বাউন্ডারি।

• ৪ ওভারে জিম্বাবোয়ে ৩২/১।

• কুলকার্নিকে সিবান্দার পর পর তিনটি বাউন্ডারি।

• এই ওভার থেকে এল ৮ রান।

• ৩ ওভারে জিম্বাবোয়ে ১৯/১।

• স্রানের বলে চাহালকে ক্যাচ দিয়ে আউট চিভাভা। করলেন ৫ রান।

• আউট...

• এই ওভার থেকে এল ১০ রান।

• ২ ওভারে জিম্বাবোয় ১১/০।

• ১ ওভারে জিম্বাবোয়ে ১/০।

• জিম্বাবোয়ের ব্যাটিং শুরু।

• জিম্বাবোয়ের সামনে ১৩৯ রানের টার্গেট রাখল ভারত।

• এই ওভার থেকে এল ১৬ রান।

• ২০ ওভারে ভারত ১৩৮/৬।

• মাদজিভাকে পটেলের ওভার বাউন্ডারি।

• এই ওভার থেকে এল ১১ রান।

• ১৯ ওভারে ভারত ১২২/৬।

• তিরিপানোর বলে চিগুমবুরাকে ক্যাচ দিয়ে আউট কেদার যাদব। করলেন ৫৮ রান।

• আউট...

• এই ওভার থেকে এল ১৬ রান।

• ১৮ ওভারে ভারত ১১১/৫।

• চাতারাকে যাদবের ছক্কা ও জো়ড়া বাউন্ডারি।

• ১৭ ওভারে ভারত ৯৫/৫।

• তিরিপানোর বলে বোল্ড এমএস ধোনি। করলেন মাত্র ৯ রান।

• আউট...

• এই এওভার থেকে এল ৬ রান।

• ১৬ ওভারে ভারত ৯৩/৪।

• ব্যাট করতে এসেছেন এমএস ধোনি।

• ৩৩ রানে ব্যাট করছেন কেদার যাদব।

• ১৫ ওভারে ভারত ৮৭/৪।

• এই ওভার থেকে এল ৭ রান।

• ১৪ ওভারে ভারত ৮৫/৪।

• এই ওভার থেকে এল ৯ রান।

• ১৩ ওভারে ভারত ৭৮/৪।

• ক্রেমারের বলে চিগুমবুরাকে ক্যাচ দিয়ে আউট রায়াডু। করলেন ২০ রান।

• আউট...

• চিভাভাকে যাদবের বাউন্ডারি।

• এই ওভার থেকে এল ৮ রান।

• ১২ ওভারে ভারত ৬৯/৩।

• এই ওভার থেকে এল ৮ রান।

• ১১ ওভারে ভারত ৬১/৩।

• ক্রেমারকে যাদবের বাউন্ডারি।

• এই ওভার থেকে এল ৪ রান।

• ১০ ওভারে ভারত ৫৩/৩।

• এই ওভার থেকে এল ১০ রান।

• ৯ ওভারে ভারত ৪৯/৩।

• ক্রেমারকে কেদার যাদবের জোড়া বাউন্ডারি।

• এই ওভার থেকে এল ৫ রান।

• ৮ ওভারে ভারত ৩৯/৩।

• ভারতের হয়ে ব্যাট করছেন কেদার যাদব ও অম্বাতি রায়ডু।

• এই ওভার থেকে এল ৫ রান।

• ৭ ওভারে ভারত ৩৪/৩।

• এই ওভার থেকে এল ২ রান।

• ৬ ওভারে ভারত ২৯/৩।

• এই ওভার থেকে েল ৪ রান।

• ৫ ওভারে ভারত ২৭/৩।

• মাদজিভার পঞ্চম ওভারে জোড়া উইকেট গেল ভারতের।

• ব্যাট করতে নেমেই কোনও রান না করে রান আউট মনীশ পাণ্ডে।

• আবার আউট...

• মাদজিভার বলে বোল্ড লোকেশ রাহুল। করলেন ২২ রান।

• আউট...

• এই ওভার থেকে এল ৩ রান।

• ৪ ওভারে ভারত ২৩/১।

• তিরিপানোর বলে মারুমাকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন মনদীপ সিংহ। করলেন মাত্র ৪ রান।

• আউট...

• এই ওভার থেকে এল ১৬ রান।

• ৩ ওভারে ভারত ২০/০।

• চাতারাকে লোকেশ রাহুলের জোড়া বাউন্ডারি ও একটি একটি ওভার বাউন্ডারি।

• ব্যাট করছেন লোকেশ রাহুল ও মনদীপ সিংহ।

• এই ওভার থেকে এল ৪ রান।

• ২ ওভারে ভারত ৪/০।

• ১ ওভারে ভারত ০/০।

• প্রথম ওভারই মেডেন। চাতারার এই ওভারে কেউ কোনও রানই নিতে পারল না ভারত।

• খেলা শুরু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India vs zimbabwe 3rd T20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE