শেষ ম্যাচেও রীতিমত আধিপত্য রেখে ম্যাচ জিতল ভারত। কোহালির ব্যাট থেকে এল ফের একটা শতরান। ষষ্ঠ একদিবসীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার দেওয়া ২০৫ রানের লক্ষ্য মাত্র ৩২ ওভারেই জিতে নিল কোহালি ব্রিগেড। ৮ উইকেটে জয় পেল ভারত। অনবদ্য শতরান বিরাট কোহালির (১২৯*), ৩৪ রানে অপরাজিত থেকে যোগ্য সঙ্গত দিলেন অজিঙ্ক রাহানে। দক্ষিণ আফ্রিকার এনগিডির ২ উইকেট ছাড়া কোনও বোলারই দাগ কাটতে পারে নি আজ। ম্যাচের সেরা ও সিরিজ সেরার মুকুটও কোহালির মাথায়।
এক ম্যাচ বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ জিতে নিয়েছিল ভারত। সিরিজে ৪-১-এ এগিয়ে ছিল টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে শুক্রবার ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারত।
ষষ্ঠ ওডিআই ম্যাচেও বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। ভারতীয় বোলারদের দাপটে ৪৬.৫ ওভারে ২০৪ রানে শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস।