তায়কোয়ন্দোতে অনূর্ধ্ব ১৮ কেজির বিভাগে জঙ্গলমহল এলাকার সাত বছরের এক বালক জাতীয় সেরা নির্বাচিত হল। ২১ থেকে ২৩ ডিসেম্বর দ্বিতীয় ওপেন ন্যাশনাল তায়কোয়ন্দো প্রতিযোগিতা ছিল। আসানসোলের একটি বেসরকারি স্কুলে প্রতিযোগিতাটি হয়। উদ্যোক্তা কোরিয়ান তায়কোয়ন্দো অ্যাকাডেমি এবং বেঙ্গল মার্শাল আর্ট তায়কোয়ন্দো অ্যাকাডেমি। আসানসোল ইস্টার্ন মার্শাল আর্ট অ্যাকাডেমি প্রতিযোগিতার পরিচালনার দায়িত্বে ছিল।
পুরুলিয়ার মানভূম তায়কোয়ন্দো অ্যাকাডেমির সম্পাদক সৌমেন রক্ষিত বলেন, ‘‘তিন দিনের দ্বিতীয় ওপেন ন্যাশনাল তায়কোয়ন্দো প্রতিযোগিতায় আমাদের জেলা থেকে ৯ জন প্রতিযোগী গিয়েছিল। তার মধ্যে মনোজ প্রামাণিক-সহ বিভিন্ন বিভাগে ৬ জন সোনা এবং তিন জন রুপো পেয়েছে।’’ তিনি জানান, মনোজ প্রামাণিক অনূর্ধ্ব ১৮ কেজির বিভাগে জাতীয় সেরার শিরোপা পেয়েছে। ‘বেস্ট ফাইটার’ও নির্বাচিত হয়েছে সে।
মানবাজার ২ ব্লকের কুটনি গ্রামের বাসিন্দা, মনোজের কোচ সুফল প্রামাণিক জানান, পড়া শেষ করে গ্রামে ফিরে মেয়েদের আত্মরক্ষার প্রাথমিক পাঠ দেওয়ার লক্ষ্যে প্রশিক্ষণ শিবির শুরু করেছিলেন। প্রথম দিকে তেমন সাড়া না মিললেও পরে গ্রামবাসী তায়কোয়ন্দোর গুরুত্ব বুঝতে পারেন। এখন তাঁরাই প্রশিক্ষণ কেন্দ্রের টুকিটাকি খরচের ধাক্কা সামাল দেন। জয়েন্ট বিডিও (মানবাজার ২) সন্দীপ প্রামাণিক বলেন, ‘‘পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওই প্রশিক্ষণ কেন্দ্রেকে সহযোগিতা করা হবে। ওঁরা আমাদের ব্লকের মুখ উজ্জ্বল করেছেন।’’ তৃণমূলের ব্লক সভাপতি হংসেশ্বর মাহাতো, যুব সভাপতি শান্তি গঙ্গোপাধ্যায়ও বলেন, ‘‘প্রশিক্ষণ কেন্দ্রের উন্নতির জন্য কী করা সম্ভব, দেখছি।’’