Advertisement
০৩ ফেব্রুয়ারি ২০২৩
First Class Cricket

শূন্য রানে ডিক্লেয়ার করে দিল দুই দলই, বিরল কাণ্ড নিউজিল্যান্ডে

২০০০ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যে টেস্টে এই ঘটনা ঘটেছিল। যখন প্রতিপক্ষ দুই দলই একটি করে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিল। ২০১৩ সালে হ্যাম্পশায়ার ও গ্লস্টারশায়ারের মধ্যে কাউন্টির ম্যাচেও এটা হয়েছিল।

নাটকীয় ম্যাচে জিতল সেন্ট্রাল স্ট্যাগস দল। ছবি টুইটারের সৌজন্যে।

নাটকীয় ম্যাচে জিতল সেন্ট্রাল স্ট্যাগস দল। ছবি টুইটারের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৮ ১৯:২৮
Share: Save:

দুই দলের দুই ইনিংসই শূন্য রানে ডিক্লেয়ার। এমন আজব ঘটনা ক্রিকেটে টেস্টে মাত্র একবারই দেখা গিয়েছে। ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপেও এমন ঘটেছে একবার। শনিবার নিউজিল্যান্ডে সেন্ট্রাল স্ট্যাগস ও ক্যান্টারবেরির মধ্যে প্রথম শ্রেণির ম্যাচেও এমন ঘটল।

Advertisement

২০০০ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যে টেস্টে এই ঘটনা ঘটেছিল। যখন প্রতিপক্ষ দুই দলই একটি করে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিল। ২০১৩ সালে হ্যাম্পশায়ার ও গ্লস্টারশায়ারের মধ্যে কাউন্টির ম্যাচেও এটা হয়েছিল।

নিউ জিল্যান্ডের নেসলনে স্যাক্সটন ওভালে প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে প্রথম দিনের শেষে সেন্ট্রাল স্ট্যাগস সাত উইকেটে ৩০১ রান তুলেছিল। ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিনে প্রবল বৃষ্টিতে খেলা হয়নি। চতুর্থ তথা শেষ দিনের সকালে স্ট্যাগস ৩৫২-৭ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে।উইলিয়েম লুডিক প্রথম শ্রেণির উইকেটে পূর্ণ করেন প্রথম শতরান। এরপর ক্যান্টারবেরি ইনিংসের সমাপ্তি ঘোষণা করে শূন্য রানে। সেন্ট্রাল স্ট্যাগসও তাই করে। ফলে, ম্যাচটা কার্যত এক ইনিংসের খেলা হয়ে ওঠে।

জেতার জন্য ক্যান্টারবেরিকে ৮৯ ওভারে করতে হত ৩৫৩ রান। কিন্তু, ১৩১ রানে নয় উইকেট হারিয়ে বসে ক্যান্টারবেরি। পেসার সেথ র‌্যান্সই পাঁচ উইকেট নিয়ে ভাঙেন। এই পরিস্থিতি থেকে অসম্ভব লড়াই করে ড্রয়ের দিকে এগোতে থাকে ক্যান্টারবেরির দশম উইকেটে অ্যান্ড্রু হ্যাজেলডিন ও উইল উইলিয়াম্সের জুটি। দু'জনে মিলে খেলে দেন ২৫.৫ ওভার। কিন্তু, ম্যাচের শেষের আগের ওভারে আউট হয়ে যান এগারো নম্বর ব্যাটসম্যান হ্যাজেলডিন। ২০৭ রানে শেষ হয় ক্যান্টারবেরি। নাটকীয় ভাবে ১৪৫ রানে জিতে যায় সেন্ট্রাল স্ট্যাগস।

Advertisement

(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.