Advertisement
E-Paper

‘চিকিৎসাও সম্ভব নয়’, আফ্রিদিকে তীব্র আক্রমণ ভারতের প্রাক্তন ওপেনারের

শুরুটা করেছিলেন আফ্রিদি। বিতর্কিত মন্তব্য করার জন্য এ বার জবাব পাচ্ছেন প্রাক্তন পাক অধিনায়ক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২০ ১৫:২৩
বিতর্কে যখন আফ্রিদি। —ফাইল চিত্র।

বিতর্কে যখন আফ্রিদি। —ফাইল চিত্র।

পাকিস্তানের কাছে একসময়ে ক্রমাগত হারের পর ভারতীয় ক্রিকেটাররা নাকি দয়া ভিক্ষা করতেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি ভারতকে ঠুকে এ রকমই বিতর্কিত মন্তব্য করেছিলেন।
আফ্রিদিকে জবাব দিয়ে ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া বলেছেন, ‘‘সাপে কামড়ালে চিকিৎসা হয়। কিন্তু ভুল ধারণার চিকিৎসা সম্ভব নয়।’’

পরিসংখ্যান তুলে আকাশ চোপড়া নিজের ইউটিউবে বলেছেন, ‘‘একটা সময়ে পাকিস্তান দল হিসেবে খুবই ভাল ছিল। শারজায় ভারত-পাকিস্তান খেলা হলে জিতত পাকিস্তানই। কিন্তু তখন তো আর আফ্রিদি খেলত না। ইমরান খান, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসের মতো প্রতিভাদের সময়ে পাকিস্তানের কাছে নিয়মিতই হারতে হয়েছিল ভারতকে। কিন্তু আফ্রিদি যখন থেকে খেলতে শুরু করেছে, সেই সময় থেকে অবসর পর্যন্ত দুই দেশের জয়-পরাজয়ের ছবিটা কিন্তু বদলে গিয়েছে।’’

আফ্রিদির সময়ের ভারত-পাক ম্যাচের হিসেব তুলে ধরে আকাশ চোপড়া বলেছেন, “ওই সময়ে ১৫টি টেস্ট খেলেছে দু’দল। ভারত ও পাকিস্তান ৫টি করে টেস্ট জিতেছে। ওয়ানডেতে দুই দেশের মধ্যে ৮২টি ম্যাচ হয়েছে। পাকিস্তান জিতেছে ৪১টি। ভারত ৩৯টি। দুটো ম্যাচ কম জেতার জন্য ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের কাছে ক্ষমা চাইত বলে আমার মনে হয় না।

আরও পড়ুন: হারলেই দয়া ভিক্ষা চাইত ভারত, বিতর্কিত মন্তব্য শাহিদ আফ্রিদির

টি টোয়েন্টিতে আবার ৭-১-এ এগিয়ে থেকে দাপট দেখাচ্ছে ভারতই। আফ্রিদিকে কটাক্ষ করে চোপড়া বলছেন, ‘‘অস্ট্রেলিয়া সফরে গিয়ে জিতে আসে ভারত। পাকিস্তান অবশ্য অস্ট্রেলিয়ায় গিয়ে হার মানে। দুটো দলের মধ্যে এখন অনেক পার্থক্য।’’

Shahid Afridi Akash Chopra Indian Cricket Team Pakistan Cricket Team
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy