Advertisement
E-Paper

সরকারি পদ ছাড়লেন অভিনব বিন্দ্রা

ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌরকে পদত্যাগ পত্রে তাঁর সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। সেখানে তিনি কারণ হিসেবে জানিয়েছেন, নিজের অভিনব বিন্দ্রা টার্গেটিং পারফরম্যান্স সেন্টার সারা দেশে ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছেন। যে কারণে তিনি সরকারের দুটো পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৭ ১৪:৪৪
অভিনব বিন্দ্রা। —ফাইল চিত্র।

অভিনব বিন্দ্রা। —ফাইল চিত্র।

একটি নয় দু’টি। এক সঙ্গে দু-দুটো সরকারি পদ ছাড়লেন অভিনব বিন্দ্রা। অলিম্পিকে ভারতের একমাত্র ব্যাক্তিগত সোনা রয়েছে যাঁর দখলে। বিন্দ্রা শুক্রবার পদত্যাগ করলেন শ্যুটিংয়ের জাতীয় অবজার্ভারের পদ থেকে। সঙ্গে ছাড়লেন টার্গেট অলিম্পিক পোডিয়ামের চেয়ারম্যানের পদও।

ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌরকে পদত্যাগ পত্রে তাঁর সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। সেখানে তিনি কারণ হিসেবে জানিয়েছেন, নিজের অভিনব বিন্দ্রা টার্গেটিং পারফরম্যান্স সেন্টার সারা দেশে ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছেন। যে কারণে তিনি সরকারের দুটো পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। চিঠিতে তিনি লেখেন, ‘‘এখন আমি আমার নিজের ব্যাক্তিগত কিছু প্রকল্পে মন দিতে চাইছি। সারা দেশে আমার সেন্টার ছড়িয়ে দিতে চাইছি। আমার মনে হয়েছে এটা স্বার্থের দ্বন্দ্বের মধ্যেই পড়বে।’’

ক্রীড়ামন্ত্রীকে ধন্যবাদ দিয়েই এই সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন। তিনি আরও লেখেন, ‘‘আমি অনুরোধ করছি আমাকে এই দুটো পদ থেকে অব্যহতি দেওয়া হোক। যাতে স্বার্থের দ্বন্দ্ব এড়িয়ে যাওয়া যায়।’’ ন্যাশনাল অবজার্ভারের পদ থেকে বিন্দ্রার সরে দাঁড়ানোতে এই পদে ১২ জন অলিম্পিয়ানের মধ্যে থেকে গেল ন’জন। এর আগে একই কারণে সরকারি পদ ছেড়েছেন মেরি কম। তিনিও ছিলেন ন্যাশনাল অবজার্ভারের পদে।

আরও পড়ুন

সংসদের বদলে সচিনের স্পিচ শোনা গেল ফেসবুকে

বিন্দ্রার টুইট

বিন্দ্রার টুইট (_)

বিন্দ্রার টুইট (_)

Abhinav Bindra Target Olympic Podium Rajyavardhan Singh Rathore Sports Ministry অভিনব বিন্দ্রা রাজ্যবর্ধন সিংহ রাঠৌর
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy