ম্যানচেস্টার ইউনাইটেড ৫ (বদুরভ-সেম সাইড, মার্কাস-২, হেরেরা, ডিপে)
মিডজিল্যান্ড ১ (সিসতো)
খেলা শুরুর আধঘণ্টা আগেই জানতে পেরেছিলেন তিনি খেলছেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে। প্রথমবার প্রথম দলে। ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাকাডেমি থেকে সিনিয়র দলে নাম লেখানো মার্কাস র্যাশফোর্ডের সিনির দলের দরজা খুলে গেল ওয়ার্ম আপের সময় অ্যান্থনি মার্শাল চোট পেতেই। সুযোগ পেয়েই দলের বড় জয়ে জোড়া গোল করে নাম লিখিয়ে ফেললেন অ্যান্থনি। যার ফলে ইউরোপা লিগের শেষ ১৬য় জায়গা করে নিল ঢুকতে থাকা রুনিহীন ম্যানচেস্টার। বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে ১০ জনের মিডজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে মোট ৬-৩ গোলে জিতে শেষ ১৬ নিশ্চিত করল লুই ফানহালের ছেলেরা। প্রথম লেগে মিডজিল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয় লেগে সেটা সুদে আসলে উসুল করে নিলেন রোমেরো, হেরেরা, মাতারা।