বিশ্বক্রিকেটের সেরা ‘ফিনিশার’ কে? দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ দুপ্লেসির কোনও সন্দেহ নেই, এই তকমা প্রাপ্য মহেন্দ্র সিংহ ধোনিরই।
সুরেশ রায়নার ‘মাই আইপিএল মোমেন্ট’ চ্যালেঞ্জ গ্রহণ করে সোশ্যাল মিডিয়ায় দুপ্লেসি চেন্নাই সুপার কিংসের হয়ে কয়েকটা স্মরণীয় মুহূর্তের উল্লেখ করেছেন। তার মধ্যে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৪৮ বলে ধোনির ৮৪ রানের ইনিংসও রয়েছে। দুপ্লেসির মতে, “আমার দেখা সেরা ইনিংসগুলোর মধ্যে এটা অন্যতম।” তার পরই তিনি বলেন, “আমার মনে হয় ধোনিই ক্রিকেটের সেরা ফিনিশার।”
আরও পড়ুন: ‘দলে আসুক ধোনি, ব্যাকআপ কিপার হিসাবে থাকুক রাহুল’