Advertisement
E-Paper

নেমারকে নিয়ে অস্বস্তি চলছেই

নেমারকে নিয়ে বাড়তে থাকা অস্বস্তির মধ্যেই ম্যাঞ্চেস্টার বধের পরিকল্পনা শুরু করে দিয়েছেন আর্নেস্তো ভালভার্দে। বার্সা ম্যানেজার জানিয়েছেন, য়ুভেন্তাসের বিরুদ্ধে খেলা দলই অপরিবর্তিত রাখতে চান।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৭ ১১:৪০
মুক্ত: বিতর্ক থেকে বেরিয়ে এলেন নেমার। ফাইল চিত্র

মুক্ত: বিতর্ক থেকে বেরিয়ে এলেন নেমার। ফাইল চিত্র

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচের আগে স্বস্তিতে নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র)। ব্রাজিলে তাঁর বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার যে অভিযোগ উঠেছিল, তা থেকে মুক্ত হলেন তিনি। কিন্তু তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনায় উত্তাপহীন বার্সেলোনা-ম্যান ইউ দ্বৈরথ!

বুধবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বার্সেলোনার অনুশীলনে হঠাৎই হাজির হয়ে যান ব্রাজিলীয় তারকার বাবা নেমার। প্র্যাকটিসের ফাঁকেই বার্সা তারকাকে দেখা গিয়েছে একান্তে তাঁর বাবার সঙ্গে আলোচনা করতে। যা জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, প্যারিস সঁ জরমঁ-এর সঙ্গে চুক্তি চূড়ান্ত করার জন্যই সিনিয়র নেমারের যুক্তরাষ্ট্রে আগমন। যদিও ব্রাজিলীয় তারকার সতীর্থরা এখনও দাবি করে চলেছেন, নেমার ক্লাব ছাড়ছেন না। কিন্তু বার্সা কর্তারা নেমারের বিকল্প খুঁজতে শুরু করে দিয়েছেন। সে ক্ষেত্রে তাঁদের প্রথম পছন্দ পাওলো দিবালা।

নেমারকে নিয়ে বাড়তে থাকা অস্বস্তির মধ্যেই ম্যাঞ্চেস্টার বধের পরিকল্পনা শুরু করে দিয়েছেন আর্নেস্তো ভালভার্দে। বার্সা ম্যানেজার জানিয়েছেন, য়ুভেন্তাসের বিরুদ্ধে খেলা দলই অপরিবর্তিত রাখতে চান।

ম্যান ইউ ম্যানেজার জোসে মোরিনহো অবশ্য দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে আগের ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন আন্দের এরেরা। আজ, বৃহস্পতিবার লিওনেল মেসি-দের বিরুদ্ধে তিনি অনিশ্চিত। এ ছাড়া খুয়ান মাতা-র খেলা নিয়েও ধোঁয়াশা রয়েছে। ম্যান ইউ মিডফিল্ডার এ দিন একা অনুশীলন করেন। টানা ম্যাচ ও বিমানযাত্রায় ক্লান্ত মার্কোস রোহো, লুক শ ও অ্যাশলে ইয়ং। মোরিনহো বলেছেন, ‘‘আমার কাছে ম্যাচের ফল নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রাক-মরসুম টুর্নামেন্টে প্রত্যেককে খেলার সুযোগ দেওয়া।’’ ম্যান ইউ এ বছরও চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ।

Neymar Tax Evasion FC Barcelona Brazil national football team নেমার দ্য সিলভা স্যান্টোস নেমার 2017 International Champions Cup ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy