বলিউডের তিন খানের নাম জুড়েছে প্রবীণ নাগরিকদের তালিকায়। বয়স বাড়ছে হৃতিক রোশনেরও। শনিবার তাঁর ৫২ বছরের জন্মদিন। তবে বয়স তাঁর কাছে সংখ্যামাত্র। ‘গ্রিক গড’ সুলভ চেহারার অনুরাগী এখনও অনেকেই। বয়সের সংখ্যা বাড়লেও নৃত্যদক্ষতায় একটুও ঘাটতি হয়নি। প্রথম ছবি থেকেই সাড়া ফেলেছিলেন হৃতিক। তিন খানের থেকে জনপ্রিয়তা কোনও অংশে কম নয়। সম্পত্তির নিরিখেও তিনি প্রথম সারিতেই রয়েছেন।
বলিউড সূত্রে খবর, ৩ হাজার ১০১ কোটি টাকার সম্পত্তি রয়েছে অভিনেতার। বিলাসবহুল গাড়ি, বাড়ি থেকে শুরু করে সম্পত্তির তালিকায় রয়েছে আরও কত কী! শোনা যায়, প্রতি ছবিতে অভিনয় করে ৭৫ থেকে ১০০ কোটি টাকা উপার্জন করেন হৃতিক। সাম্প্রতিক কালে বছরে একটির বেশি ছবিতে অভিনয় করেন না হৃতিক। ২০২৫ সালে মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘ওয়ার ২’। তার আগের বছর অর্থাৎ ২০২৪ সালে দীপিকা পাড়ুকোনের বিপরীতে তাঁর ছবি ‘ফাইটার’ সাড়া ফেলেছিল বক্সঅফিসে।
আরও পড়ুন:
বড়পর্দায় অভিনয়ের পাশাপাশি বিভিন্ন নামী সংস্থার বিজ্ঞাপনের মুখ হিসাবেও দেখা যায় হৃতিককে। বিজ্ঞাপনপ্রতি নাকি ১০ থেকে ১২ কোটি টাকা পারিশ্রমিক নেন ‘গুজ়ারিশ’ খ্যাত অভিনেতা। সমাজমাধ্যমের পণ্যের হয়ে প্রচার করেও অর্থ উপার্জন করেন হৃতিক। পোস্টপ্রতি চার থেকে পাঁচ কোটি টাকা উপার্জন করেন তিনি। ফিটনেস ও লাইফস্টাইল সংক্রান্ত পোশাকের একটি নিজস্ব ব্র্যান্ডও রয়েছে হৃতিকের। ব্র্যান্ডটি মানুষের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। ২০২৪-২০২৫-এর অর্থবর্ষে এই ব্র্যান্ড ২০০ থেকে ২২০ টাকা আয় করেছেন তিনি।
এ ছাড়াও মুম্বইয়ে একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে হৃতিকের। মুম্বইয়ের জুহু এলাকায় একটি ডুপ্লে পেন্টহাউস রয়েছে অভিনেতার। ৯৭ কোটি টাকা দিয়ে এই পেন্টহাউস কিনেছিলেন বলিতারকা। মুম্বইয়ের জুহুর ভারসোভা লিঙ্ক রোডের কাছে আরও একটি পেন্টহাউস রয়েছে হৃতিকের। এই পেন্টহাউসের মূল্য ৬৭.৫ কোটি টাকা। মুম্বইয়ের কাছে লোনাবালায় সাত একর জমির উপর চড়া দামের একটি খামারবাড়িও কিনেছেন হৃতিক। বিএমডব্লিউ, মার্সিডিজ়, মাস্টাং-সহ অন্যান্য নামী ব্র্যান্ডের গাড়ি রয়েছে হৃতিকের সম্ভারে। শুটিংয়ে যাওয়ার জন্য ব্যক্তিগত ভ্যানিটি ভ্যানও ব্যবহার করেন হৃতিক।