Advertisement
E-Paper

ক্লার্কের মতো ঝুঁকি নিতে পারে কোহলি

বিদেশের মাটিতে ভারতকে জয়ের রাস্তায় ফিরিয়ে আনতে পারে বিরাট কোহলির ঝুঁকি নেওয়ার প্রবণতা। মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা অ্যাডাম গিলক্রিস্ট। তাঁর ধারণা, কোহলি অনেকটা তাঁদের মাইকেল ক্লার্কের মতো। যিনি ঝুঁকি নিতে ভালবাসতেন। অধিনায়ক কোহলির এই প্রশংসার দিনে অবশ্য ব্যাটসম্যান কোহলির জন্য খারাপ খবর। আইসিসি-র সেরা টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় দশের বাইরে চলে গেলেন ভারত অধিনায়ক। এখন এগারো নম্বরে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৫ ০৩:৪১
মঙ্গলবার সময় কাটল ব্যাডমিন্টন খেলে। বিরাট কোহলি, ভাজ্জিদের দেখা গেল কোর্টে নেমে পড়তে।

মঙ্গলবার সময় কাটল ব্যাডমিন্টন খেলে। বিরাট কোহলি, ভাজ্জিদের দেখা গেল কোর্টে নেমে পড়তে।

বিদেশের মাটিতে ভারতকে জয়ের রাস্তায় ফিরিয়ে আনতে পারে বিরাট কোহলির ঝুঁকি নেওয়ার প্রবণতা। মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা অ্যাডাম গিলক্রিস্ট। তাঁর ধারণা, কোহলি অনেকটা তাঁদের মাইকেল ক্লার্কের মতো।
যিনি ঝুঁকি নিতে ভালবাসতেন। অধিনায়ক কোহলির এই প্রশংসার দিনে অবশ্য ব্যাটসম্যান কোহলির জন্য খারাপ খবর। আইসিসি-র সেরা টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় দশের বাইরে চলে গেলেন ভারত অধিনায়ক। এখন এগারো নম্বরে।
শ্রীলঙ্কায় গত চার টেস্ট ইনিংসের মধ্যে একটি ৭৮ ও একটি ১০৩-এর ইনিংস সত্ত্বেও র‌্যাঙ্কিং তালিকায় কোহলির নেমে যাওয়া নিয়ে প্রশ্ন থাকলেও ক্যাপ্টেন কোহলি যে অনেকের মনে ছাপ ফেলেছে, তা নিয়ে প্রশ্ন নেই।
এ দিন ঝটিকা ভারত সফরে এসে প্রাক্তন অজি তারকা বলেন, ‘‘মনে হয় কোহলির স্বাভাবিক আক্রমণাত্মক স্টাইল ভারতকে বিদেশে জয়ের রাস্তায় ফেরাবে। সবসময়ই ঝুঁকি নিতে প্রস্তুত ও। তবে যেহেতু ঝুঁকি নিতে পারে, তাই ভারতীয় ক্রিকেটে এর ইতিবাচক প্রভাবই পড়বে।’’

স্টুয়ার্ট বিনিকে নিয়ে কোহলি ও হরভজন বেরিয়ে পড়েন অটো রিক্সায় কলম্বো ভ্রমণে।
শ্রীলঙ্কায় যার নাম ‘টুকটুক’। চালকের আসনে বসে পড়লেন ভাজ্জি।

মাইকেল ক্লার্কের সঙ্গে তাঁকে তুলনা করে গিলি বলেন, ‘‘কোহলি অনেকটা ক্লার্কের মতো। ক্লার্ক যেমন জেতার জন্য প্রয়োজনে হারার ঝুঁকিও নিতে পারত, তেমনই কোহলিরও সেই ক্ষমতা আছে। ক্লার্ক শুধু যে ভাল ক্যাপ্টেন ছিল তা-ই নয়, বছরের পর বছর নিজেকে বিশ্বমানের ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠাও করেছিল।’’

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে কোহলি নেমে গেলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিংয়ের জন্য বোলারদের তালিকায় আট নম্বরে উঠে এলেন রবিচন্দ্রন অশ্বিন। অলরাউন্ডারদের তালিকায় তিনি দুইয়ে।

ছবি টুইটার

adam gilchrist michael clarke gilchrist clarke kohli kohli risk clarke risk gilchirst risk
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy