Advertisement
১৯ এপ্রিল ২০২৪

এএফসি কাপে ট্যাম্পাইন্স রোভার্সের কাছে ২-১ গোলে হার বাগানের

কাটসুমি ইউসা ও সোনি নর্ডির অভাবটা যেন আজ আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মোহনবাগানে তাঁদের গুরুত্বটা। ফেডারেশন কাপে নক-আউট পর্বে সিঙ্গাপুরের দল ট্যাম্পাইন্স রোভার্সের কাছে ২-১ গোলে তাই হেরে যেতে হল ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদর।

শেষ আপডেট: ২৪ মে ২০১৬ ১৯:১৪
Share: Save:

মোহনবাগান ১ (বিক্রমজিত)

ট্যাম্পাইন্স রোভার্স ২ (জর্ডন, ইউনোস)

কাটসুমি ইউসা ও সোনি নর্ডির অভাবটা যেন আজ আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মোহনবাগানে তাঁদের গুরুত্বটা। ফেডারেশন কাপে নক-আউট পর্বে সিঙ্গাপুরের দল ট্যাম্পাইন্স রোভার্সের কাছে ২-১ গোলে তাই হেরে যেতে হল ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদর। ২দিন আগেই এই মাঠে ফেড কাপ জয়ের উল্লাসে মেতেছিল সবুজ-মেরুণ ব্রিগেড। কিন্তু এএফসি কাপে হেরেই শহরে ফিরতে হচ্ছে সঞ্জয় সেনদের। এদিন ম্যাচের নির্ধারিত সময় শেষ হয় ১-১ গোলে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচ শেষের বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগেই কাজের কাজটি করে যায় রোভার্স প্লেয়ার। সেই ব্যবধান আর মেটাতে পারেননি জেজেরা।

• মোহনবাগান ১ - ২ ট্যাম্পাইন্স রোভার্স।

• খেলা শেষ। মোহনবাগানের হার।

• ১২০ মিনিট, রাজুর লম্বা থ্রোয়ের বক্সের মধ্যে সামান্য আশা দেখা দিলেও বল বাইরে গেল।

• ১১৫ মিনিট, ইউনোসের গোলে শেষ মুহূর্তে এগিয়ে গেল ট্যাম্পাইন্স রোভার্স।

• গোওওওওওল....

• ১১২ মিনিট, অর্ণবের চোট।

• ১১০ মিনিট, বল পজেশনে এগিয়ে বাগান।

• ১০৮ মিনিট, বক্সের মধ্যে প্লে অ্যাকটিং করে হলুদ কার্ড দেখলেন হাফিজ সুজাদ।

• ১০৭ মিনিট, মোহনবাগানের কর্নার।

• ১০৬ মিনিট, রোভার্সের কর্নার।

• অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

• অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা শেয।

• ১০৫ মিনিট, রোভার্সের কর্নার।

• সুভাষের থেকে বল পেয়ে রাজুর বাই সাইকেল কিক বাইরে গেল।

• ১০৪ মিনিট, রোভার্স রক্ষণে চাপ বাড়াচ্ছেন সুভাষ।

• ১০৩ মিনিট, দুই দলই চাইছে ম্যাচটিকে টাইব্রেকারে নিয়ে যেতে।

• ১০১ মিনিট, আহত বিক্রমজিত সিংহ মাঠের বাইরে।

• ১০০ মিনিট, আহত রোভার্স প্লেয়ার।

• ৯৪ মিনিট, কোনও দলই গোলের জন্য ঝাঁপাচ্ছে না।

• ইতিমধ্যেই দুটো পরিবর্তন করে ফেলেছেন সঞ্জয় সেন। হাতে রয়েছে মাত্র একচি পরিবর্তন।

• অতিরিক্ত সময়ের খেলা শুরু।

• নির্ধারিত সময়ের ম্যাচ শেষ হল ১-১ গোলে। নক আউট হওয়ার এবার এক্সট্রা টাইমের খেলা হবে।

• ৯০ মিনিট, ৪ মিনিট অতিরিক্ত সময়।

• ৮৬ মিনিট, ম্যাচ অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছে।

• ৮৪ মিনিট, এর মধ্যেই আক্রমণেও উঠছে রোভার্স।

• ৮১ মিনিট, রোভার্সের কর্নার। বাইরে।

• ৭৭ মিনিট, ১০ জনে আর আক্রমণে না গিয়ে এবার পুরো দল নেমে এসেছে নিজেদের বক্সে। মোহনবাগানকে আটকাতে।

• ৭৫ মিনিট, বল পজেশনে এই মুহূর্তে এগিয়ে মোহনবাগান।

• ১০ জনেও মোহনবাগানকে বেগ দিচ্ছে রোভার্স।

• মোহনবাগান ১-১ ট্যাম্পাইন্স রোভার্স।

• ৭১ মিনিট, বিক্রমজিত সিংহর গোলে সমতায় ফিরল মোহনবাগান।

• গোওওওওওওল.....

• ৬৯ মিনিট, কর্নার থেকে রাজুর হেড সরাসরি গোলকিপারের হাতে।

• ৬৭ মিনিট, রোভার্স গোলকিপারের দক্ষতায় গোলের মুখ খুলতে ব্যর্থ মোহনবাগান।

• ৬৩ মিনিট, জর্ডন ওয়েবের গোলে এগিয়ে গেল ট্যাম্পাইন্স রোভার্স।

• গোওওওওওল....

• এখনও পর্যন্ত সব থেকে সহজ সুযোগ নষ্ট।

• ৫৬ মিনিট, মোহনবাগানের আক্রমণ। সুভাষের শট দারুণ বাঁচালের রোভার্স গোলকিপার।

• ৫৪ মিনিট, সুভাষ সিংহর হলুদ কার্ড।

• দ্বিতীয়ার্ধের বাকি সময় ১০ জনেই খেলতে হবে ট্যাম্পাইন্স রোভার্সকে।

• ৫৩ মিনিট, দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে হামজা।

• ৫১ মিনিট, হামজা হলুদ কার্ড।

• ৪৯ মিনিট, রোভার্সের কর্নার।

• দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

• প্রথমার্ধের খেলা শেষে মোহনবাগান ০-০ ট্যাম্পাইন্স রোভার্স।

• ৪৫+১ মিনিট, আবার নিশ্চিত সুযোগ নষ্ট রোভার্সের।

• ৪৩ মিনিট, রোভার্সের সুয়োগ। কিন্তু মিস।

• ৪০ মিনিট, কর্নেল গ্লেনের পরিবর্তে মাঠে এলেন সুভাষ সিংহ।

• ৩৮ মিনিট, মাঠের বাইরে গ্লেন। এই মুহূর্তে ১০ জনে খেলছে বাগান।

• ৩৫ মিনিট, গ্লেনের চোট।

• ৩২ মিনিট, লুইস-হামজা তর্কাতর্কি।

• ৩০ মিনিট, ভাল বল। কিন্তু গোলে রাখতে ব্যর্থ মোহনবাগান।

• ২৭ মিনিট, নওয়াজ আবার অফ সাইড।

• ২২ মিনিট, নওয়াজ অফ সাইড।

• ২০ মিনিট, ট্যাম্পাইন্স রোভার্সের সুযোগ নষ্ট। ফজল নওয়াজের শট বারের উপর দিয়ে চলে গেল।

• ১৬ মিনিট, জেজের গোলমুখি শট।

• ১৫ মিনিট, মোহনবাগানের কর্নার।

• ১৪ মিনিট, মোহনবাগান খেলা ধরার চেষ্টা করছে।

• ১৩ মিনিট, ৩৫ গজ দূর থেকে জেজের শট বাইরে।

• ১২ মিনিট, গ্লেন ভাল জায়গায় বল পেয়ে গেছিলেন। কিন্তু প্রতিপক্ষ রক্ষণকে টপকে যেতে পারলেন না।

• ৬ মিনিট, পেনান্টের শট চলে গেল বারের উপর দিয়ে।

• ৫ মিনিট, শুরুতেই ফ্রি কিক ট্যাম্পাইন্সের।

• খেলা শুরু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohunbagan Tampines Rovers AFC Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE