Advertisement
১৭ মে ২০২৪
Shafiqullah Shafaq

টি২০ ম্যাচে ৭১ বলে ২১৪ রান আফগান এই ক্রিকেটারের

সীমিত ওভারে ধামাকাদার ডবল সেঞ্চুরি করে ক্রিকেটমহলে সাড়া ফেলে দিলেন আফগানিস্তানের অনামী ক্রিকেটার শফিকুল্লা শফক। মাত্র ৭১ বলে তিনি করলেন ২১৪ রান।

শফিকুল্লার ঝড়। ছবি- এএফপি

শফিকুল্লার ঝড়। ছবি- এএফপি

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ জুলাই ২০১৭ ১৩:২৩
Share: Save:

এ যেন মরুভূমির দেশে মরু ঝড়!

সীমিত ওভারে ধামাকাদার ডবল সেঞ্চুরি করে ক্রিকেটমহলে সাড়া ফেলে দিলেন আফগানিস্তানের অনামী ক্রিকেটার শফিকুল্লা শফক। মাত্র ৭১ বলে তিনি করলেন ২১৪ রান। তাঁর এই ইনিংস সাজানো ছিল ২১টি ওভার বাউন্ডারি এবং ১৬টি বাউন্ডারি দিয়ে।

আরও পড়ুন- কোহালির পর দলের ফিল্ডিংকে কাঠগড়ায় তুললেন কার্তিক

আফগানিস্তানে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ চলছিল। পারাগন নানগরহর চ্যাম্পিয়ন ট্রফির এই ম্যাচে শফিকুল্লার দুরন্ত ইনিংসের উপর ভর করে খাতেজ ক্রিকেট অ্যাকাডেমি তোলে ৩৫১ রান। ২০ ওভারে। শফিকুল্লার পাশাপাশি ৩১ বলে ৮১ রান করে যোগ্য সঙ্গ দিয়েছেন সতীর্থ ওহিদুল্লা শফক। খাতেজ ক্রিকেট অ্যাকাডেমির পাহাড়প্রমাণ স্কোরের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০৭ রানে থেমে যায় কাবুল স্টার ক্রিকেট ক্লাব। ২৪৪ রানে জেতে শফিকুল্লার দল।

কে এই শফিকুল্লা? রশিদ খান, মহম্মদ নবি-র মতো তারকা না হলেও আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে দীর্ঘদিন খেলে আসছেন শফিকুল্লা। উইকেটকিপার ব্যাটসম্যান শফিকুল্লার ২০১০-তে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০-তে অভিষেক হয়। এখনও পর্যন্ত ৩৫টি টি২০ ম্যাচ খেলেছেন। ১৪০-এর উপর স্ট্রাইক রেট। একটি হাফ সেঞ্চুরি রয়েছে। পাশাপাশি ২০টি ওয়ানডে ম্যাচও খেলেছেন তিনি।

ঘরোয়া টি২০ ক্রিকেটে এমন নজরকাড়া ইনিংস এর আগেও দেখেছে বিশ্ব। দিল্লির ২১ বছর বয়সী মহিত অহলাওয়াত মাত্র ৭২ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। অনুর্ধ্ব ১৯ দল থেকে বাদ পড়া মুম্বইয়ের ধনদয়ও ৬৭ বলে দ্বিশত রান করেছিলেন। চলতি বছরেই এমন নজির গড়ে ছিলেন এই দুই ক্রিকেটার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE