Advertisement
০৪ মে ২০২৪

গেলদের হারাল আফগানিস্তান

আয়ারল্যন্ডের বিরুদ্ধেও শুরুর দিকে উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছিলেন রভম্যান পাওয়েল।

অঘটন: ফিরে যাচ্ছেন ক্রিস গেল। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আফগান উল্লাস। বৃহস্পতিবার হারারে-তে। ছবি: টুইটার

অঘটন: ফিরে যাচ্ছেন ক্রিস গেল। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আফগান উল্লাস। বৃহস্পতিবার হারারে-তে। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৮ ০৩:৩০
Share: Save:

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে সুপার সিক্সের ম্যাচে নতুন চমক আফগানিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রুদ্ধশ্বাস এই ম্যাচে তিন উইকেটে জিতলেন রশিদ খান-রা। প্রথমে ব্যাট করে পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে ১৯৭ রান করেন ক্রিস গেল-রা। যা দেখে মনে হয়েছিল অনায়াসেই সেই লক্ষ্যে পৌঁছে যাবে আফগানিস্তান। কিন্তু দ্রুত ম্যাচ শেষ করার তাগিদে পরপর উইকেট হারাতে থাকে তারা।

আয়ারল্যন্ডের বিরুদ্ধেও শুরুর দিকে উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছিলেন রভম্যান পাওয়েল। তবে এই ম্যাচে পাওয়েলকে কোনও সুযোগই দেননি আফগান বোলাররা। মাত্র তিন রানে অধিনায়ক রশিদ খানের শিকার হন তিনি। যার ফলে পরে সুপার সিক্সের তালিকায় দ্বিতীয়স্থানে উঠে এল আফগানিস্তান। তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শীর্ষে স্কটল্যান্ড।

গত ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়ের পরে ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার বলেছিলেন, ‘‘অপরাজিত থেকেই বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্ব শেষ করতে চাই।’’ ক্যাচ না পড়লে হয়তো সেই স্বপ্নপূরণ করার সম্ভাবনা ছিল। কিম্তু তিনটি সহজ ক্যাচ পড়ার মাশুল দিতে হল ওয়েস্ট ইন্ডিজকে।

ক্যারিবিয়ান ব্যাটিংও রশিদদের বিরুদ্ধে ধরাশায়ী। পঞ্চাশ রানের গণ্ডি পেরোতে পারেননি একজনও। তাদের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন শাই হোপ। মাত্র এক রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে গেল-কে। দশ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন আইগানিস্তানের অফস্পিনার মুজিবুর রহমান। রশিদের শিকার একটিমাত্র উইকেট। দু’উইকেট পেয়েছেন মহম্মদ নবি। জিম্বাবয়ের বিরুদ্ধে যোগ্যাতা অর্জন পর্বের পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের। সে ম্যাচে জিততে না পারলে দৌড়ে পিছিয়ে পড়তে পারেন জেসন হোল্ডাররা। আর গেলদের হারিয়েই বিশ্বকাপে যোগ্যতা অর্জনের আশা এখনও টিকিয়ে রাখলেন রশিদরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE