বুধবার সকাল সকাল হাওড়া স্টেশনে হঠাৎই বাড়তি তৎপরতা। খবর পৌঁছে গিয়েছে সবার কাছে, আসছেন ধোনি। ঝাড়খণ্ড দলের হয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে পুরো দল নিয়ে তত ক্ষণে হাওড়া স্টেশনে ঢুকে পড়েছে হাতিয়া-হাওড়া এক্সপ্রেস। কড়া নিরাপত্তার মধ্যেই হাওড়া স্টেশন থেকে গাড়িতে উঠে হোটেলের পথে রওনা দিলেন ধোনি অ্যান্ড টিম। তার আগেই ট্রেন থেকে ছবি পোস্ট করলেন ধোনি। লিখলেন, ‘‘আমি ১৩ বছর পর ট্রেন উঠলাম। এটা অনেকটা পথ যাত্রা যেটা আমি দারুণ উপভোগ করছি। দলের সবার সঙ্গে চুটিয়ে গল্প করছি।’’
এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন ধোনি