পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ দীর্ঘ ২৩ বছর পরে প্রথম কোনও ওপেন দাবা টুর্নামেন্টে নামলেন এ দিন। ভারতীয় সুপার গ্র্যান্ডমাস্টার জিব্রাল্টারের দাবা উৎসবে হাঙ্গেরিয়ান আইএম লাজারনের উল্টো দিকের চেয়ারে বসেন। ১৯৯৩-এ বিয়েল ইন্টারজোনালে শেষ বার কোনও ওপেন দাবা টুর্নামেন্টে খেলেছিলেন আনন্দ। জিব্রাল্টারের ওপেন দাবায় মোট ১০ রাউন্ড হবে। ভারত থেকে আনন্দ ছাড়াও আরও ১৯ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। জার্মানি (২৫) ও ইংল্যান্ডের (২২) পরেই ভারতই তৃতীয় বৃহত্তম দল পাঠিয়েছে সেখানে।