নিউটাউনে বুধবার ভোরে দু’টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু’জন চালকের। মৃত দু’জনেই স্থানীয় বাসিন্দা বলে পুলিশ সূত্রের খবর।
পুলিশ জানিয়েছে। একটি বাইক যাত্রাগাছি থেকে বাগুইহাটি যাচ্ছিল। অন্যটি ছিল বিপরীতমুখী। যাত্রাগাছির খালপাড় এলাকায় দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে, দু’জন চালকই বাইক থেকে দূরে ছিটকে পড়েন। রক্তাপ্লুত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসক দু’জনকে ‘মৃত’ ঘোষণা করেন।
আরও পড়ুন:
বেপরোয়া গতি না কি খারাপ রাস্তার কারণে এই দুর্ঘটনা, তা জানতে প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়ে খোঁজ চালাচ্ছে পুলিশ। শীতের ভোরের অন্ধকার এবং কুয়াশার কারণেও দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তদন্তকারীদের একাংশ মনে করছেন। মৃত দুই বাইকচালকই নিউটাউনে ভাড়াবাড়িতে থাকতেন। প্রথম জন, অসিত মাহাতো পেশায় ‘ডেলিভারি বয়’। দ্বিতীয় জন, প্রণয়দীপ মাজি ছিলেন ছাত্র।