Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sachin Tendulakr

সচিনের শহরের ক্রিকেটে ডামাডোল, দল বাছতে চিঠি মুখ্য নির্বাচক সলিল আঙ্কোলার

বিজয় হাজারে ট্রফি নিয়ে ঘোর অনিশ্চয়তা থাকলেও তিনি ভবিষ্যতের কথা ভেবে দল তৈরি রাখতে চাইছেন নির্বাচক প্রধান সলিল আঙ্কোলা।

ক্রিকেটারদের মনোবল ফেরাতে এবার মুম্বই ক্রিকেট সংস্থার কর্তাদের চিঠি লিখলেন নির্বাচক প্রধান সলিল আঙ্কোলা। ফাইল চিত্র।

ক্রিকেটারদের মনোবল ফেরাতে এবার মুম্বই ক্রিকেট সংস্থার কর্তাদের চিঠি লিখলেন নির্বাচক প্রধান সলিল আঙ্কোলা। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২১ ১৫:০৪
Share: Save:

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় লাগাতার চারটি ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ৪১ বারের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বই। এর জেরে কোচ অমিত পগনিস নাকি ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। তাই ক্রিকেটারদের মনোবল ফেরাতে এবার মুম্বই ক্রিকেট সংস্থার কর্তাদের চিঠি লিখলেন নির্বাচক প্রধান সলিল আঙ্কোলা। বিজয় হাজারে ট্রফি নিয়ে ঘোর অনিশ্চয়তা থাকলেও তিনি ভবিষ্যতের কথা ভেবে দল তৈরি রাখতে চাইছেন। সচিন তেন্ডুলকরের শহরের ক্রিকেটে এখন ডামাডোল শুরু হয়েছে।

দেশ জুড়ে করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। তাই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বিজয় হাজারে ‌এবং রঞ্জির মধ্যে যেকোনও একটি ট্রফি আয়োজন করতে চাইছেন। যদিও গত ২৩ জানুয়ারি এমসিএ-কে আঙ্কোলা লিখেছেন, ‘‘একাধিক সংবাদ মাধ্যমে কয়েকটা খবর দেখে আপনাদের এই চিঠি লিখছি। ১) অমিত পগনিস পদত্যাগ করেছেন। ২) শোনা যাচ্ছে বিসিসিআই বিজয় হাজারে ট্রফি আয়োজন করতে চায়। তাই আমার মতে আমাদের দল তৈরি রাখা উচিত।’’

তিনি আরও লিখেছেন, ‘‘হাতে সময় খুব কম। বিজয় হাজারে ট্রফি হতে পারে। এর সঙ্গে রঞ্জি ট্রফি তো আছেই। তাই আমাদের খুব দ্রুত দল বেছে নেওয়া উচিত। সেটা হলে প্রতিযোগিতা শুরু হওয়ার আগে ভালভাবে প্রস্তুতি সেরে নেওয়া যাবে। অনুশীলনের সঙ্গে যুক্ত থাকলে ছেলেদের মনোবল অনেকটা বাড়বে। তাই ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখলে ভালো হয়।’’

ব্যর্থতার জেরে অমিত পগনিস ইস্তফা দিলেও এমসিএ কর্তারা এখনও তাঁর চিঠি গ্রহণ করেননি। শোনা যাচ্ছে আগামী ২৮ জানুয়ারি অ্যাপেক্স কাউন্সিলের মিটিং। সেদিন মুম্বই কোচের ভবিষ্যত নিয়ে আলোচনা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE