Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Shahrukh in talks to takeover Mohunbagan

আইএসএল-এ ইস্টবেঙ্গল না মোহনবাগান, শাহরুখের সঙ্গে কে?

আইপিএল-এর মতো আইএসএল-এও দল চান শাহরুখ খান। তবে সেটা হতে হবে কলকাতারই দল। কয়েক মাস আগে ঘটা করেই ইস্টবেঙ্গল ক্লাব বলিউড বাদশাহকে সারাজীবনের সদস্য পদ দিয়েছিল। তার পর থেকে গুঞ্জন ছিল ইস্টবেঙ্গলের আইএসএল দলের সঙ্গে যুক্ত হবেন তিনি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২০:১৮
Share: Save:

আইপিএল-এর মতো আইএসএল-এও দল চান শাহরুখ খান। তবে সেটা হতে হবে কলকাতারই দল। কয়েক মাস আগে ঘটা করেই ইস্টবেঙ্গল ক্লাব বলিউড বাদশাহকে সারাজীবনের সদস্য পদ দিয়েছিল। তার পর থেকে গুঞ্জন ছিল ইস্টবেঙ্গলের আইএসএল দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। কিন্তু সেটা কিছুটা ধাক্কা খেয়েছে কোনও কারণে। এ বার উঠে আসছে মোহনবাগানের নাম। আই লিগ ক্লাবগুলিও আইএসএল খেলবে যে কারণে নতুন মালিকানা, নতুন স্পনসরের খোঁজে ক্লাবগুলি। যেখানে ঢুকে পড়েছেন শাহরুখ খানও। আইএসএল যখন শুরু হয়েছিল কলকাতা দলের জন্য বিড করেছিলেন তিনি। কিন্তু সে বার ভাগ্য সহায় হয়নি তাঁর। এ বার আবার সুযোগ এসেছে তাঁর সামনে। অন্যান্য ক্লাবগুলি শাহরুখের মতো বড় নামকে চাইলেও তিনি কলকাতা দল ছাড়া যুক্ত হবেন না বলেই জানিয়ে দিয়েছেন।

যা খবর তাতে অনেকেই চাইছে আইএসএল-এ মোহনবাগানের সঙ্গে যুক্ত হতে। তবে এগিয়ে শাহরুখও। মোহনবাগানের তরফে খবর, অনেকের সঙ্গেই কথাবার্তা চালাচ্ছে ক্লাব। কিন্তু এই মুহূর্তে কোনও নাম সামনে আনার মতো জায়গায় পৌঁছয়নি। তবে ইতিমধ্যেই শাহরুখের সংস্থা রেড চিলিজের হয়ে তার সিইও ভেঙ্কি মাইসোরের সঙ্গে একাধিকবার কথা হয়েছে ক্লাব কর্তৃপক্ষের। যদিও এই নিয়ে ভেঙ্কি মাইসোর কোনও কথা বলতে চাননি। আগেই শাহরুখ বলেছিলেন, ‘‘আমি কলকাতা দল চেয়েছিলাম। কিন্তু পাইনি। কিন্তু আমি আইএসএল-এ যুক্ত হতে চাই। তবে কলকাতা দল পেলে তবেই। না হলে কখনও আইএসএল-এ দল নেব না। অন্যান্য সব শহর থেকেই আইপিএল-এ দল নেওয়ার আবেদন এসেছে। কিন্তু আমি সবাইকেই না করে দিয়েছি। আমি যদি কলকাতা দল না পাই তা হলে কখনও ফুটবল খেলব না।’’

আরও খবর

রিওয় ইতিহাস! অলিম্পিক্স টাইমিং ছাপিয়ে গিয়ে প্যারালিম্পিক্সে বিশ্বরেকর্ড

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shahrukh Khan Mohunbagan East Bengal ISL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE