Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পেপকে জবাব দিয়ে ফের আগ্রাসী ক্লপ

এভার্টনের বিরুদ্ধে জয়ের পরেই পেপ গুয়ার্দিওলার বার্তা ছিল, ‘‘আমাদের ফের শীর্ষে উঠে আসা নিয়ে লিভারপুল কী ভাবছে, সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না।’’

পেপ গুয়ার্দিওলার তাচ্ছিল্যের পাল্টা জবাব উড়ে এল য়ুর্গেন ক্লপের তরফে।—ছবি এএফপি।

পেপ গুয়ার্দিওলার তাচ্ছিল্যের পাল্টা জবাব উড়ে এল য়ুর্গেন ক্লপের তরফে।—ছবি এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১২
Share: Save:

এভার্টনের বিরুদ্ধে জয়ের পরেই পেপ গুয়ার্দিওলার বার্তা ছিল, ‘‘আমাদের ফের শীর্ষে উঠে আসা নিয়ে লিভারপুল কী ভাবছে, সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না।’’

শুক্রবার ম্যাঞ্চেস্টার সিটি ম্যানেজারের সেই তাচ্ছিল্যের পাল্টা জবাব উড়ে এল য়ুর্গেন ক্লপের তরফে। শনিবার ইপিএলে লিভারপুল ঘরের মাঠে খেলবে বোর্নমুথের বিরুদ্ধে। তার আগে শুক্রবার সাংবাদিক সম্মেলনে ক্লপ বলেছেন, ‘‘আমার প্রতিপক্ষ শিবির থেকে উড়ে আসা বার্তা শুনে মনে হচ্ছে, আমি যেন কারও কাছে সাহায্যের প্রত্যাশায় রয়েছি। কিন্তু বাস্তবের ছবি তো সে কথা বলে না।’’ সেখানেই না থেমে মহম্মদ সালাহদের গুরু বলেছেন, ‘‘মনে রাখবেন শেষ দশ ম্যাচে ১২ পয়েন্ট নষ্ট করেছে সিটি। সেখানে আমার দল শেষ দশ ম্যাচে খুইয়েছে মাত্র সাত পয়েন্ট। আমরা নিজেদের লক্ষ্যে অনড় থেকেই বাকি ম্যাচগুলিতে খেলব। আমিও কিন্তু প্রতিপক্ষ শিবিরের পরামর্শ শোনার জন্য সময় বার করতে পারছি না। অন্য অনেক কাজ রয়েছে।’’

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো পর্বে লিভারপুল খেলবে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। তার আগে শনিবারের ম্যাচ থেকেই ক্লপ বেছে নিতে চান প্রথম একাদশকে। তিনি বলেছেন, ‘‘আমার কাছে দর্শনটা খুবই স্পষ্ট এবং স্বচ্ছ। ফুটবলাররা নিজেদের শরীরের প্রতিটি মাংসপেশিকে নিংড়ে ফেলে জয় ছিনিয়ে নিতে তৈরি।’’ বরং বুন্দেশলিগায় খুব কাছ থেকে বায়ার্ন মিউনিখকে দেখার অভিজ্ঞতা থেকে ক্লপ সতর্কই করে দিয়েছেন দলকে। বলেছেন, ‘‘বায়ার্ন শারীরিক শক্তিকে বেশি ব্যবহার করে মাঠে। আমি জানি না, এই মুহূর্তে বায়ার্ন কতটা তৈরি রয়েছে, তবে সালাহ-সহ বাকি ফুটবলারদের প্রতি আমার পরামর্শ থাকবে নিজেকে সুস্থ রেখে শনিবারের ম্যাচে জয় নিশ্চিত করতে হবে।’’

য়ুর্গেন ক্লপের মতো আবার এতটা আগ্রাসী নন ওয়ে গুন্নার সোলসার। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন ম্যানেজারের দায়িত্ব নেওয়ার পরে ফুটবলারদের শরীরী ভাষা আমূল পাল্টে গেলেও উচ্ছ্বাস দেখাতে রাজি নন স্যর আলেক্স ফার্গুসনের প্রাক্তন ছাত্র। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্বে তাঁর দলের প্রতিপক্ষ প্যারিস সাঁ জারমাঁ। তার আগে আজ, শনিবার ইপিএলে ফুলহ্যামের বিরুদ্ধে ম্যাচ ম্যান ইউ-এর। সোলসার বলেছেন, ‘‘নিঃসন্দেহে পিএসজি ম্যাচটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। তবে তার আগে ফুলহ্যামকে হারাতে হবে। তা হলেই ফুটবলারদের মনোবল বাড়বে। সেটাই আমার মূল লক্ষ্য।’’

২৫ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবলে পাঁচ নম্বরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সোলসার অবশ্য তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না। বলেছেন, ‘‘প্রথম চারে যে কোনও মূল্যে থাকতে হবে।’’ শনিবার হাডার্সফিল্ডের বিরুদ্ধে খেলবে আর্সেনাল। হতাশ ম্যানেজার উনাই এমেরি বলেছেন, ‘‘ফুটবলারদের মানসিক ভাবে দৃঢ় হতে হবে। না হলে সাফল্য পাওয়া কঠিন হবে।’’

শনিবার ইপিএলে: ফুলহ্যাম বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (সন্ধে ৬.০০, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান)। লিভারপুল বনাম বোর্নমুথ, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান (রাত ৮.৩০)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE