Advertisement
১৯ মে ২০২৪
Sports News

চার ম্যাচ নির্বাসিত সার্জিও আগুয়েরো, তিন ম্যাচ ফার্নান্দিনহো

চেলসির বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছি ম্যানচেস্টার সিটির এক নম্বর স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে। ডেভিড লুইসকে নিয়ম বহির্ভূতভাবে ফাউল করে দলকে ১০ জনে নামিয়ে এনে হারের মুখও দেখতে হয়েছিল। তবে এ বার বড় শাস্তির মুখে আগুয়েরো।

চেলসি ম্যাচে লাল কার্জ দেখছেন সার্জিও আগুয়েরো।ছবি: রয়টার্স।

চেলসি ম্যাচে লাল কার্জ দেখছেন সার্জিও আগুয়েরো।ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৬ ২২:২৮
Share: Save:

চেলসির বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছি ম্যানচেস্টার সিটির এক নম্বর স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে। ডেভিড লুইসকে নিয়ম বহির্ভূতভাবে ফাউল করে দলকে ১০ জনে নামিয়ে এনে হারের মুখও দেখতে হয়েছিল। তবে এ বার বড় শাস্তির মুখে আগুয়েরো। চার ম্যাচ নির্বাসিত করা হল আর্জেন্তাইন ফরোয়ার্ডকে। প্রিমিয়ার লিগে তিনি খেলতে পারবেন না লেস্টার, ওয়াটফোর্ড, আর্সেনাল ও হাল সিটির বিরুদ্ধে। আগুয়েরো না খেলায় রীতিমতো চাপে দল। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে মাঠের মধ্যেই ঝামেলায় জড়ান দু’দলের ফুটবলার থেকে সাইড লাইনে দুই কোচ। এর আগেই অন্যায়ভাবে ফাউল করে তিন ম্যাচ নির্বাসিত হতে হয়েছিল আগুয়েরোকে। আবার চার ম্যাচ নির্বাসিত হওয়ায় মরসুমে এখনও পর্যন্ত তিনি সাত ম্যাচে খেলতে পারলেন না নির্বাসনের জন্য।

অন্যদিকে মাঠের মধ্যে ঝামেলা চলার সময় সিটির ফ্যাব্রেগাসকে ধাক্কা দিয়ে তিন ম্যাচ নির্বাসিত হতে হল চেলসির ফার্নান্দিনহোকে। যদিও ফার্নান্দিনহোর এই কাণ্ডের পিছনে ফ্যাব্রেগাসের কোনও ভূমিকা রয়েছে কী না তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ম্যাচটি চেলসি ৩-১ গোল জিতে নেয়। দুই প্লেয়ারের পাশাপাশি দুই ক্লাবকেও শাস্তির মুখে পড়তে হতে পারে দলের প্লেয়ারদের উপর নিয়ন্ত্রণ না রাখতে পারার জন্য।

আরও খবর

নাটকীয় শেষ তিন মিনিটে এল ক্লাসিকো ড্র

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sergio Aguero Engish Premier League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE