Advertisement
২১ মে ২০২৪

গড়াপেটা রুখতে বদলে গেল সূচি

শেষ দিন পর্যন্ত যাতে লিগের খেতাবযুদ্ধ অব্যাহত থাকে তা নিশ্চিত করতে মরিয়া ইস্টবেঙ্গল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:০৬
Share: Save:

আই লিগের খেতাব যুদ্ধ ত্রিমুখী হয়ে যাওয়ার পর গড়াপেটা আটকাতে সূচি বদলে দিল ফেডারেশন।

লিগ টেবলের পরিস্থিতি যা, তাতে খেতাবের লড়াইতে রয়েছে নেরোকা এফসি, মিনার্ভা পঞ্জাব এবং ইস্টবেঙ্গল। মিনার্ভা এবং ইস্টবেঙ্গলের এখনও তিনটি করে ম্যাচ বাকি, অন্য দিকে শীর্ষে থাকা নেরোকার বাকি মাত্র একটি ম্যাচ। তাও আবার খালিদ জামিলের টিমের সঙ্গে। এই পরিস্থিতিতে নেরোকা বনাম ইস্টবেঙ্গল এবং মিনার্ভা বনাম চার্চিল ব্রাদার্স— দুটি ম্যাচই একসঙ্গে দেওয়া হল ৮ মার্চ। আর আল আমনাদের শেষ ম্যাচ ছিল শিলং লাজংয়ের বিরুদ্ধে। তা দু’দিন এগিয়ে আনা হল। ৭ মার্চের বদলে ৫ মার্চ হবে ওই ম্যাচ।

সূচি বদলের পর ইস্টবেঙ্গলের সুবিধাই হল। আই লিগের শেষ ম্যাচ তারা ঘরের মাঠে খেলার সুযোগ পেল। কিন্তু শেষ ম্যাচে কোথায় নিয়ে যাওয়া হবে ট্রফি? চণ্ডীগড়, না কলকাতায়? আই লিগের চিফ এগজিকিউটিভ অফিসার সুনন্দ ধর দিল্লি থেকে ফোনে বললেন, ‘‘এখনও ঠিক হয়নি। শেষ রাউন্ডের আগে ঠিক করব, কোথায় নিয়ে যাওয়া হবে ট্রফি।’’

এ দিকে, শেষ দিন পর্যন্ত যাতে লিগের খেতাবযুদ্ধ অব্যাহত থাকে তা নিশ্চিত করতে মরিয়া ইস্টবেঙ্গল। তবে আপাতত শেষ দুটি ম্যাচ নয়, ইউসা কাতসুমি, ডুডু ওমেগবেমিদের এখন একমাত্র লক্ষ্য চেন্নাই সিটি এফ সি-র বিরুদ্ধে ম্যাচ জেতা। বৃহস্পতিবার যুবভারতী সংলগ্ন মাঠে অনুশীলনের পর দলের সিরিয়ান মিডিও আল আমনাও বলে দিলেন, ‘‘এ বছর আমাদের আই লিগ জেতার দারুণ সুযোগ আছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

AIFF Match Fixing I League Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE