Advertisement
০৪ মে ২০২৪

বিদেশি নিয়ে অনড় ফেডারেশন

এক দিকে সমর্থক ইস্টবেঙ্গল, মোহনবাগান, চার্চিল ব্রাদার্স। অন্য দিকে বিদ্রোহী আইজল এফ সি, শিলং লাজং-সহ বাকিরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৭ ০৩:৩০
Share: Save:

পাঁচ বনাম তিন। আই লিগে আট বিদেশি খেলানোর নতুন নিয়ম নিয়ে হঠাৎ-ই দু’ভাগ হয়ে গেল ক্লাবগুলো।

এক দিকে সমর্থক ইস্টবেঙ্গল, মোহনবাগান, চার্চিল ব্রাদার্স। অন্য দিকে বিদ্রোহী আইজল এফ সি, শিলং লাজং-সহ বাকিরা।

আট বিদেশির মধ্যে পাঁচজনকে খেলানো যাবে। বৃহস্পতিবার দিল্লিতে ফেডারেশনের সঙ্গে ক্লাবগুলির সভায় এটাই সিদ্ধান্ত হয়েছিল। তর্কাতর্কি এবং আলোচনার পর তাতে শিলং লাজং ছাড়া সবাই সই করে দিয়েছিল। শিলংয়ের প্রতিনিধি লারসেন মিং অবশ্য সভায় উপস্থিত ছিলেন না। সেই সিদ্ধান্তেই আজ বৃহস্পতিবার সরকারি সিলমোহর দেওয়ার কথা লিগ কমিটির। কিন্তু সেই সভার আগেই হঠাৎ-ই উলট পুরাণ। নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসে হঠাৎ-ই শিলং-সহ পাঁচ ক্লাবের কর্তারা ফেডারেশনকে চিঠি দিয়ে জানাল, তাঁরা আট বিদেশির নতুন নিয়ম চান না। চার বিদেশির পুরনো নিয়ম রাখার পক্ষপাতী তাঁরা। ওই ক্লাবেদের যুক্তি এক) এতে খরচ অনেক বেড়ে যাবে। দুই) স্বদেশী ফুটবলারদের খেলার রাস্তা বন্ধ হবে।

আরও পড়ুন:

লঙ্কা বধের লক্ষে বুধবার ডার্বিতে নামছে ভারত

কিছু ক্লাবের এই মত বদলে অবাক ফেডারেশন কর্তারা। লিগ কমিটির চেয়ারম্যান সুব্রত দত্ত বললেন, ‘‘এটা হয় নাকি? সে দিনের সভার সিদ্ধান্ত তো সরকারিভাবে প্রকাশ হয়ে গিয়েছে। হঠাৎ মত বদল করলে তো অন্য সব সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠবে।’’ যা থেকে পরিষ্কার, আট বিদেশির নিয়মই থাকছে আই লিগে।

কলকাতার দুই প্রধানের কর্তারা অবশ্য এই চিঠিকে গুরুত্ব দিচ্ছেন না। বরং টিম গড়া ও অনুশীলন নিয়ে ব্যস্ত। এ দিন মোহনবাগান কর্তারা বসেছিলেন কলকাতা লিগের কোচ শঙ্করলাল চক্রবর্তীর সঙ্গে। সেখানে ঠিক হয় অনুশীলন শুরু হবে ১২ জুলাই। টিমের মেন্টর হিসাবে থাকবেন আই লিগ কোচ সঞ্জয় সেন। প্রথম দিন থেকেই দুই বিদেশি থাকবেন অনুশীলনে। শুধু কিংসলে আসবেন কয়েক দিন পর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE