Advertisement
E-Paper

ঐশ্বর্যার নাচ আর রহমানের সুরে মাতবে মাঠ

দীর্ঘ দিন আড়ালে থাকার পর আবার ফিরতে চলেছেন তিনি। বিয়ের আট বছর পর রুপোলি পর্দায় আবার দেখা যাবে তাঁকে। কিন্তু সিনেমায় দেখার আগে, অসংখ্য ভক্ত সুযোগ পাবেন টিভি-র পর্দায় লাইভ শো-এ তাঁকে দেখার। সবুজ গালিচা। নীল মঞ্চ। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম। আর সেখানেই আত্মপ্রকাশ ঘটবে তাঁর। তিনি— ঐশ্বর্যা রাই বচ্চন। মা হওয়ার পরে তো নয়ই, এমনকী সেই ২০০৭-এ বিয়ের পর থেকেও তাঁকে হাতে গোনা কয়েকটা অনুষ্ঠানে ছাড়া দেখা যায়নি।

কৌশিক দাশ ও সোহম দে

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ০৪:১৭
‘গোপুরাম’ মাথায় নিয়ে চলছে ‘স্পিরিট অব দ্য সাউথ’ নাচের মহড়া।

‘গোপুরাম’ মাথায় নিয়ে চলছে ‘স্পিরিট অব দ্য সাউথ’ নাচের মহড়া।

দীর্ঘ দিন আড়ালে থাকার পর আবার ফিরতে চলেছেন তিনি। বিয়ের আট বছর পর রুপোলি পর্দায় আবার দেখা যাবে তাঁকে। কিন্তু সিনেমায় দেখার আগে, অসংখ্য ভক্ত সুযোগ পাবেন টিভি-র পর্দায় লাইভ শো-এ তাঁকে দেখার।
সবুজ গালিচা। নীল মঞ্চ। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম। আর সেখানেই আত্মপ্রকাশ ঘটবে তাঁর।
তিনি— ঐশ্বর্যা রাই বচ্চন।
মা হওয়ার পরে তো নয়ই, এমনকী সেই ২০০৭-এ বিয়ের পর থেকেও তাঁকে হাতে গোনা কয়েকটা অনুষ্ঠানে ছাড়া দেখা যায়নি। আর সে সব অনুষ্ঠানে তিনি হাজির ছিলেন মূলত অতিথি হিসেবে। কিন্তু আগামী শনিবার, চেন্নাইয়ে আবার দেখা যাবে সেই চেনা ঐশ্বর্যাকে। ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে। যেখানে শুধু থাকবেনই না, ঐশ্বর্যা নাচবেনও।
থাকছেন অস্কারজয়ী, আধুনিক বলিউড কিংবদন্তি এ আর রহমানও। সেই ১৯৯৭ থেকে তামিল ছবি ইরুভার দিয়ে যে পার্টনারশিপ শুরু, সেই ঐশ্বর্যা-রহমান যুগলবন্দি আবার মাতাতে চলেছে দর্শকদের। এ বার বিশ্বের জনপ্রিয়তম খেলার মাধ্যমে। ফুটবল।
কী ভাবে পারফর্ম করতে রাজি করানো গেল ঐশ্বর্যাকে? আইএস এলের টাটকা সম্প্রচারের দায়িত্বে থাকা স্টার স্পোর্টসের এক কর্তা মুম্বই থেকে ফোনে এ দিন বলছিলেন, ‘‘দুটো ব্যাপার আমাদের দিকে গিয়েছে। বিয়ের পর ঐশ্বর্যা প্রথম যে ছবিটা করেছে, সেই ‘জজবা’ রিলিজ করছে পরের সপ্তাহে (৯ অক্টোবর)। ফলে সেই ছবির একটা প্রচারও হয়ে যাচ্ছে আইএসএলের উদ্বোধনী অনুষ্ঠানে। তার উপর চেন্নাইয়ান ফুটবল টিমের মালিক তো স্বয়ং অভিষেক বচ্চন। চেন্নাইটা বলা যায় বচ্চনদেরই এক রকম হোম গ্রাউন্ড।’’
উদ্বোধনী অনুষ্ঠানের যে এক্সক্লুসিভ নির্ঘণ্ট হাতে পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে তিনটে প্রধান আইটেম। এক) ঐশ্বর্যার নাচ। দুই) এ আর রহমান এবং তাঁর মিউজিক্যাল ট্রুপের পারফরম্যান্স। তিন) আলিয়া ভট্ট-অর্জুন কপূরের ডুয়েট শো। কোরিওগ্রাফার শামক দাভার। থাকবেন ২০১০ দিল্লি কমনওয়েলথ গেমসের শো ডিরেক্টর বংশী কলও।

ফুটবলারদের পোস্টার। যা উদ্বোধনের সময় দেখা যাবে মাঠের ধারে। বুধবার চেন্নাইয়ে।

এও জানা গিয়েছে, ঐশ্বর্যা নাচবেন তাঁর অভিনীত ছবির বিভিন্ন হিট গানের মেডলির সঙ্গে। ঠিক কোন গানগুলোর সঙ্গে বলিউড সুপারস্টার নাচবেন, সেটা অবশ্য গোপন রাখা হয়েছে। তবে সংশ্লিষ্ট মহলের অনেকেরই ধারণা, এ আর রহমানের হিট গানও সম্ভবত তার মধ্যে বেশ কিছু থাকছে।

বুধবার রাতে জওহরলাল নেহরু স্টেডিয়াম ঘুরে দেখা গেল, উদ্বোধনের জোরদার মহড়া চলছে। স্বাভাবিক ভাবেই বলিউডি তারকারা বা তাঁদের টিম এখনও অনুপস্থিত। আগামী দু’দিনের মধ্যে তাঁদের এখানে চলে আসার কথা। এ দিন সন্ধ্যা সাতটা নাগাদ স্থানীয় শিল্পীরা নাচের মাধ্যমে তুলে ধরছিলেন ‘স্পিরিট অব সাউথ’ থিম। প্রত্যেক শিল্পীর হাতে একটা করে ‘দরজা’র প্রতিকৃতি। যাকে স্থানীয় ভাষায় বলা হয় গোপুরাম— দক্ষিণের মন্দিরের দরজা। উদ্বোধনী অনুষ্ঠানে সেই দরজা মাথায় নিয়েই নাচতে দেখা যাবে স্থানীয় শিল্পীদের।

একই সঙ্গে মাঠ জুড়ে রাখা হয়েছে প্রত্যেক দলের ফুটবলারদের পোস্টার। যা উদ্বোধনের দিন মাঠের ধারে সাজিয়ে দেওয়া হবে।

আইএসএলের ঢাকে কাঠি পড়তে আর বাহাত্তর ঘণ্টা বাকি। কিন্তু চেন্নাই শহরকে দেখে তা মনে হওয়ার জো নেই। উত্তাপ টের পাওয়া যাচ্ছে স্টেডিয়ামে ঢোকার পরেই।

যেখানে শুরু হয়ে গিয়েছে ফাইনাল কাউন্টডাউন!

ছবি: উৎপল সরকার

Aishwarya Rai ISL football kolkat football indian football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy