Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বিজয়ীর দাবি আইএসএল

ঐতিহাসিক আই লিগ জিতে উঠেই নতুন অভিযান শুরু করে দিল আইজল এফসি। মাঠের যুদ্ধ জিতে এ বার মাঠের বাইরের লড়াই। আইজল এখন আইএসএলে খেলতে চায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০১৭ ০১:৪৭
Share: Save:

ঐতিহাসিক আই লিগ জিতে উঠেই নতুন অভিযান শুরু করে দিল আইজল এফসি। মাঠের যুদ্ধ জিতে এ বার মাঠের বাইরের লড়াই। আইজল এখন আইএসএলে খেলতে চায়।

সামনের মরসুম থেকেই নতুন করে আইএসএল চালানোর কথা ভাবা হয়েছে। আই লিগ হয়ে যাবে দ্বিতীয় ডিভিশন লিগ। সর্বোচ্চ লিগ হিসেবে দেখা হবে আইএসএল-কে, এই হচ্ছে ভাবনা। আই লিগ থেকে তিনটি ক্লাবকে আইএসএলে নেওয়ার চেষ্টা চলছে। ঘটনা হচ্ছে, এই তিনটি দলের মধ্যে আই লিগের নতুন চ্যাম্পিয়ন আইজল নেই। আছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, বেঙ্গালুরু এফসি। এই প্রথম এমন হতে পারে যে, আই লিগ জয়ী টিম পরের বার সর্বোচ্চ লিগে খেলার সুযোগই পেল না। খেলতে হল দ্বিতীয় ডিভিশনে।

আই লিগ জেতার পরে সোমবার সকালেই সর্বভারতীয় ফেডারেশনের কর্তাদের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন আইজল এফসি-র মালিক রবার্ট রোমাউইয়া রয়তে। কনস্ট্রাকশনের ব্যবসা করে যিনি আইজলের এই দল গড়েছেন। কোনও রকম রাখঢাক না রেখে ফেডারেশন কর্তাদের তিনি বলে দেন, আই লিগ চ্যাম্পিয়ন হিসেবে তাঁদের আইএসএলে খেলার সুযোগ পাওয়া উচিত। রবার্ট এমনকী, এ-ও বলে দিয়েছেন কর্তাদের যে, দু’এক দিনের মধ্যেই এই মর্মে তাঁরা চিঠি পাঠাবেন ফেডারেশনকে। মিজোরামের মুখ্যমন্ত্রীও আলাদা করে চিঠি দেবেন বলে জানা গিয়েছে।

কয়েক জনকে এমন কথাও বলেছেন আইজলের মালিক যে, ফেডারেশন যদি তাঁদের দাবিকে গুরুত্ব না দেয় তা হলে প্রয়োজনে আইনি পথে যাওয়ার কথাও ভাববেন। ফেডারেশন কর্তারা জানিয়েছেন, তাঁরা আইএসএলের উদ্যক্তাদের সঙ্গে আলোচনা করবেন। তবু আইজলকে আইএসএলের অন্তর্গত করা যাবে কি না, এই মুহূর্তে তা অনিশ্চিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Aizawl F.C. ISL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE