Advertisement
০২ মে ২০২৪

স্বপ্নের মাঠে ফিরে রাহানে আত্মবিশ্বাসী

লর্ডস যে বরাবর তাঁর স্বপ্নের মাঠে সেটা মনে করিয়ে দিয়ে রাহানে বলেন, ‘‘লর্ডসে আমার কিছু ভাল স্মৃতি আছে। এই মাঠে ফিরতে পেরে তাই খুব ভাল লাগছে। এখানে আমার টেস্ট ম্যাচ জেতার স্মৃতি আছে। শুধু তাই নয়, টিমের জয়ের পিছনে আমার ভাল অবদানও ছিল।’’

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ মে ২০১৭ ০৪:৪১
Share: Save:

ইংল্যান্ডে নেমে তাঁর স্বপ্নের মাঠে পা দিতে পেরে আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে অজিঙ্ক রাহানের। এমনটাঅ তাঁর ধারণা।

শুক্রবার টিম ইন্ডিয়া প্রথম প্র্যাকটিস করেছিল লর্ডসে। যে মাঠ শুধু তাঁর কাছে স্বপ্নের নয়, পয়াও। এমনটাই মনে করেন ভারতীয় দলের ক্রিকেটার। শনিবার ভারতের দ্বিতীয় প্র্যাকটিস সেশন ছিল ওভালে। রাহানে অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের দেওয়া এক ওয়েবসাইটে সাক্ষাৎকার দিতে গিয়ে লর্ডস প্রসঙ্গই টেনে আনেন।

লর্ডস যে বরাবর তাঁর স্বপ্নের মাঠে সেটা মনে করিয়ে দিয়ে রাহানে বলেন, ‘‘লর্ডসে আমার কিছু ভাল স্মৃতি আছে। এই মাঠে ফিরতে পেরে তাই খুব ভাল লাগছে। এখানে আমার টেস্ট ম্যাচ জেতার স্মৃতি আছে। শুধু তাই নয়, টিমের জয়ের পিছনে আমার ভাল অবদানও ছিল। আপনার সেঞ্চুরিতে যদি টিমের জয় আসে, তা হলে তার চেয়ে ভাল ব্যাপার আর কী হতে পারে।’’

লর্ডসে পা দিয়েই রাহানের চোখ চলে গিয়েছিল ‘হনার্স বোর্ড’-এর দিকে। যেখানে রয়েছে লর্ডসে সেঞ্চুরিকারী সব ব্যাটসম্যানের নাম। যা নিয়ে রাহানে বলছেন, ‘‘লর্ডসে এ বার পা দিয়ে আমি বোর্ডটার দিকে তাকিয়েছিলাম। রাহুল (দ্রাবিড়) ভাই, দিলীপ ভাই (বেঙ্গসরকর) এবং আরও অনেক বড় বড় ক্রিকেটারের পাশে নিজের নামটা দেখতে পেয়ে গর্বিত লাগছিল। এই মাঠে যখনই আমি আসি, আত্মবিশ্বাসে মনটা ভরে যায়।’’

শুধু তাঁরই নয়, টিমের বাকি ক্রিকেটাররাও যে ফুরফুরে মেজাজে আছেন, বলছিলেন রাহানে। তাঁর কথায়, ‘‘সবাই খুব ভাল মেজাজে আছে। প্রথম দিনের প্র্যাকটিসটাও দারুণ হল। আমরা সবাই একের ওপরের সাফল্য এবং সঙ্গ খুব উপভোগ করি। একটা টিমের সফল হতে গেলে যেটা খুব জরুরি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE