ডেভিড ওয়ার্নারের পরিবর্তন বেছে নিল সানরাইজার্স হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নারের পরিবর্তে আসন্ন আইপিএল-এ এসআরএইচ এর জার্সি গায়ে খেলতে দেখা যাবে ইংল্যান্ডের বিস্ফোরক ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে।
চলতি সপ্তাহের প্রথম দিকেই বল বিকৃতির ঘটনায় জর্জরিত হয়ে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান ডেভিড ওয়ার্নার। এর পরেই ওয়ার্নার এবং স্টিভ স্মিথকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া(সিএ)। সিএ-এর সিদ্ধান্তের ভিত্তিতেই চলতি আইপিএল থেকে এই দুই তারকাকে নির্বাসিত করে বিসিসিআই-ও। আর এর পরই ডেভিড ওয়ার্নারের পরিবর্তনের খোঁজে নেমে পড়ে সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ।
শনিবার টুইট করে হেলসকে দলে নেওয়ার কথা জানায় হায়দরাবাদের এই আপিএল ফ্যাঞ্চাইজি। এখন দেখার ওয়ার্নারের বিকল্প হিসেবে আসন্ন আইপিএল-এ কতটা সফল হতে পারেন এই বিস্ফোরক ব্যাটসম্যান।