Advertisement
১৮ এপ্রিল ২০২৪

বিতর্কিত অবিনাশের ভাগ্যনির্ধারণ আজ

অবিনাশের চুক্তি নিয়ে বিতর্কের মধ্যেই নতুন মরসুমের জন্য দল গোছাতে শুরু করে দিল আর এক প্রধান মোহনবাগান। অভিষেক দাস, ডেনসন দেবদাসের পর তারা চূড়ান্ত করে ফেলল ইজরায়েল গুরুঙ্গ ও নিখিল কদমকে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৭ ০৫:০৩
Share: Save:

মুম্বই সিটি এফসি-র হয়ে আইএসএল না ইস্টবেঙ্গলে খেলতে হবে অবিনাশ রুইদাসকে, তা সম্ভবত চূড়ান্ত হবে মঙ্গলবার।

অবিনাশ তাদের চুক্তিবদ্ধ ফুটবলার দাবি করে ইতিমধ্যেই আইএফএ-তে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে ইস্টবেঙ্গল। এমনকী, চুক্তি বিতর্কে জড়িয়ে পড়া ফুটবলারের টোকেন-ও তাদের কাছে রয়েছে বলে জানিয়েছে লাল-হলুদ শিবির। অন্য দিকে অবিনাশের দাবি, ইস্টবেঙ্গলের সঙ্গে তাঁর কোনও চুক্তি নেই। রবিবার মুম্বইয়ে আইএসএল ড্রাফ্‌টিংয়ে অবিনাশকে কিনছে মুম্বই সিটি এফসি। কিন্তু তাঁর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা অব্যাহত। মঙ্গলবার আইএফএ-র প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির বৈঠকে অবিনাশ-সহ ইস্টবেঙ্গলের প্রতিনিধিদেরও ডাকা হয়েছে। দু’পক্ষের বক্তব্য শোনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও মঙ্গলবারের বৈঠকে অবিনাশের হাজির থাকার সম্ভাবনা ক্ষীণ। এই মুহূর্তে তিনি কলকাতার বাইরে। অবিনাশ ফোনে বললেন, ‘‘আমাকে সোমবার ফোন করে এই বৈঠকের কথা জানানো হয়েছে। কিন্তু পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতার বাইরে চলে এসেছি।’’ সঙ্গে যোগ করলেন, ‘‘চুক্তি নিয়ে কোনও মন্তব্য করব না। যা বলার আমার এজেন্ট বলবে।’’

কী হতে পারে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির বৈঠকে? আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, ‘‘অবিনাশের টোকেন ইস্টবেঙ্গলের কাছেই আছে। নিয়ম অনুযায়ী টোকেন যে ক্লাবের কাছে থাকবে, ফুটবলারও তাদের। তবে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব সমস্ত কাগজপত্র খতিয়ে দেখেই।’’ অবিনাশ বলছেন, ‘‘ইস্টবেঙ্গলের প্রতি আমার কোনও ক্ষোভ নেই। ওদের জন্যই আমি এই জায়গায় আসতে পেরেছি। আশা করছি, প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি সঠিক সিদ্ধান্তই নেবে।’’

অবিনাশের চুক্তি নিয়ে বিতর্কের মধ্যেই নতুন মরসুমের জন্য দল গোছাতে শুরু করে দিল আর এক প্রধান মোহনবাগান। অভিষেক দাস, ডেনসন দেবদাসের পর তারা চূড়ান্ত করে ফেলল ইজরায়েল গুরুঙ্গ ও নিখিল কদমকে। আইএসএল ড্রাফ‌্টিংয়ে অবিক্রীত ডেনসন ও অভিষেক সোমবার থেকেই অনুশীলনে নেমে পড়েছেন। দুই ফুটবলারই বললেন, ‘‘আইএসএল অতীত। মোহনবাগানের হয়ে খেলেই নিজেদের ফের প্রমাণ করতে চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE