Advertisement
০৫ মে ২০২৪

শ্রীরামপুরে সর্বভারতীয় টেনিস

শ্রীরামপুর মহকুমা টেনিস ক্লাবের আয়োজনে ওই ক্লাবের কোর্টে জাতীয় প্রতিযোগিতা শুরু হয়েছিল ২২ ডিসেম্বর। মেয়েদের বিভাগে বিভিন্ন রাজ্যের ২৮ জন প্রতিযোগী ছিল।

দক্ষতা: শ্রীরামপুরের কোর্টে চ্যাম্পিয়ন মেখলা মান্না। নিজস্ব চিত্র

দক্ষতা: শ্রীরামপুরের কোর্টে চ্যাম্পিয়ন মেখলা মান্না। নিজস্ব চিত্র

প্রকাশ পাল
শ্রীরামপুর শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭ ০১:৫৩
Share: Save:

ফের বাজিমাত করল গাঁয়ের মেয়ে মেখলা মান্না। গত বারের মতো এ বারেও এআইটিএ (অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন) পূর্বাঞ্চলীয় চ্যাম্পিয়নশিপ সিরিজের অনূর্ধ্ব ১৬ মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হল হুগলির দিয়াড়ার এই মেয়েটি।

শ্রীরামপুর মহকুমা টেনিস ক্লাবের আয়োজনে ওই ক্লাবের কোর্টে জাতীয় প্রতিযোগিতা শুরু হয়েছিল ২২ ডিসেম্বর। মেয়েদের বিভাগে বিভিন্ন রাজ্যের ২৮ জন প্রতিযোগী ছিল। মঙ্গলাবার ফাইনালে মেখলার মুখোমুখি হয়েছিল কলকাতার তরুসাই যোশী। লাল সুরকির কোর্টে কলকাতার অর্ডিন্যান্স ক্লাবের তরুসাইকে এ দিন প্রায় দাঁড়াতেই দেয়নি মেখলা। দু’টি সেটে মাত্র একটি গেম হারায় সে। খেলার ফল ৬-১, ৬-০।

মেখলার বাবা জয়কিঙ্করবাবু পশু চিকিৎসক। মা চৈতালিদেবী শিক্ষিকা। তাঁরা আগে থাকতেন তারকেশ্বরে। এখন দিয়াড়া স্টেশনের পাশে থাকেন। মেখলা শ্রীরামপুর মহকুমা টেনিস ক্লাবে খেলে। এমনিতে মুখচোরা হলেও কোর্টে দাপিয়ে বেড়াল নবম শ্রেণির মেয়েটি। তার কথায়, ‘‘যেখানে থাকি, সেখানে কেউ টেনিস খেলে না।’’ বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের (বিটিএ) সিইও সুজয় ঘোষের মুখেও মেখলার ভূয়সী প্রশংসা শোনা গেল।

অনূর্ধ্ব ১৬ ছেলেদের বিভাগে কলকাতার অনুরাগ কেডিয়া বিজয়ী হয়েছে। রানার্স অসমের অরুণেশ বোরা। ফাইনালে হাড্ডাহাড্ডি ম্যাচে সাউথ ক্লাবের শিক্ষার্থী অনুরাগ ৬-৪, ৫-৭, ৬-২ ব্যবধানে অরুণেশকে হারায়।এই বিভাগে ৪৮ জন প্রতিযোগী ছিল।

অনূর্ধ্ব ১২ বিটিএ জুনিয়র র‌্যাঙ্কিং টুর্নামেন্টে মেয়ে এবং ছেলে দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে হুগলির খেলোয়াড়। মেয়েদের বিভাগে সেরা চন্দননগরের ঐন্দ্রিলা সেন। এখানে ২৮ জন প্রতিযোগী ছিল। ফাইনালে ঐন্দ্রিলা স্ট্রেট সেটে হারায় কলকাতা অর্ডিন্যান্স ক্লাবের শার্লেট লিউকে। ৬-৩, ৬-২ ব্যবধানে জিতলেও দু’টি সেটেই রীতিমতো ঘাম ঝড়াতে হয় চন্দননগর টেনিস ক্লাবের ঐন্দ্রিলাকে। অনূর্ধ্ব ১২ বালক বিভাগে প্রতিযোগীর সংখ্যা ছিল ৩৮ জন। চ্যাম্পিয়ন হয়েছে শ্রীরামপুর মহকুমা টেনিস ক্লাবের শিক্ষার্থী সোহম ঘোষ। গত বছর শ্রীরামপুরের বাসিন্দা এই ছেলেটি রানার্স হয়েছিল‌। এ বার ফাইনালে সে ৬-২, ৬-২ সেটে কলকাতার বেদান্ত অগ্রবালকে হারায়।

আয়োজক ক্লাবের কর্তা অলোক সিংহ, মৃত্যুঞ্জয় দেরা জানান, গত ১৩ বছর ধরে এই প্রতিযোগিতাটি হয়ে যাচ্ছে। এ বার স্পনসরের অভাবে বাজেটের অর্ধেক টাকাও জোগাড় হয়নি। তবে এই ধরণের সর্বভারতীয় প্রতিযোগিতা প্রতি বারেই করার চেষ্টা করা হবে বলে তাঁরা জানান। ক্লাবের পরিকাঠামো উন্নয়নের আশ্বাস দেন বিটিএ কর্তা সুজয়বাবু। অতিথি হিসেবে এসে খেলোয়াড়দের উৎসাহিত করেন শ্যাম থাপা।

দু’শো বছর আগে শ্রীরামপুর কলেজ যে ভবনে চালু হয়েছিল, সেই অল্ডিন হাউজ এখন কার্যত পোড়োবাড়ির চেহারা নিয়েছে। ওই জায়গায় টেনিস কোর্ট করার ব্যাপারে পুরপ্রধান‌ অমিয় মুখোপাধ্যায়ের কাছে সাহায্যের আর্জি জান‌ান কলেজের অধ্যক্ষ ভ্যানস্যাংগ্লুরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mekhla Manna National Tennis Serampore Tennis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE