Advertisement
০৬ মে ২০২৪

‘মহম্মদ আমেরের দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত নয়’

স্পট ফিক্সিংয়ে জড়িত ক্রিকেটারদের কি আন্তর্জাতিক ক্রিকেটে ফের সুযোগ দেওয়া উচিত? ক্রিকেটমহলে বিতর্কটা চলছিল অনেক দিন ধরেই। আর এ বার সেই বিতর্ক আরও উস্কে দিলেন কেভিন পিটারসন। ফিক্সিং কাণ্ডে জড়িত মহম্মদ আমেরদের দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত নয় বলে মন্তব্য করলেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ফিরছেন আমের। ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ফিরছেন আমের। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৬ ১২:৫৪
Share: Save:

স্পট ফিক্সিংয়ে জড়িত ক্রিকেটারদের কি আন্তর্জাতিক ক্রিকেটে ফের সুযোগ দেওয়া উচিত? ক্রিকেটমহলে বিতর্কটা চলছিল অনেক দিন ধরেই। আর এ বার সেই বিতর্ক আরও উস্কে দিলেন কেভিন পিটারসন। ফিক্সিং কাণ্ডে জড়িত মহম্মদ আমেরদের দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত নয় বলে মন্তব্য করলেন তিনি।

ইংল্যান্ডের এই প্রাক্তন ব্যাটসম্যানের মতে, “ওরা নিয়ম ভেঙেছে। সেটা প্রমাণও হয়েছে। শাস্তিটা ওদের প্রাপ্য। কোনও ভাবেই দ্বিতীয় সুযোগে দেওয়া উচিত নয় আমেরদের।”

২০১০ সালে স্পট ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত হন মহম্মদ আমের। দীর্ঘ নির্বাসনের পর গত বছরই টি২০ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন তিনি। চলতি বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ফিরছেন এই বাঁহাতি পাক পেসার। আমেরকে তুলোধনা করে কেপি বলেন, “ক্রিকেটটা আমাদের শুধু পেশা নয়, এটা আমাদের ধর্ম। সেই ক্রিকেট থেকে ঘুষ নেওয়া পাপ। এই অপরাধের পর আর কারও সুযোগ পাওয়া উচিত নয়।”

আরও পড়ুন:
টেস্ট ইনিংসে পাঁচ উইকেট: টপ টেনে ভারতের দুই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohammad Amir Kevin Pietersen Spot Fixing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE