গত বছরেও আই লিগে বড় ম্যাচের আগে আয়োজক দল বিপক্ষ দলকে কী পরিমাণ টিকিট দেবে তা নিয়ে কাজিয়া-বিতর্ক হয়েছে। কিন্তু আইএসএল-আই লিগ টানাপড়েন সেই টিকিট-কাজিয়া অতীত করে দিল ডার্বির আগে।
আই লিগে আগামী রবিবার ডার্বি ম্যাচ খেলতে নামবে দুই প্রধান। তার আগে মঙ্গলবার সবুজ-মেরুন তাঁবু থেকে জানিয়ে দেওয়া হল, ডার্বির আগে ইস্টবেঙ্গল সদস্যরা তাঁদের মেম্বারশিপ কার্ড দেখালে নিখরচায় ডার্বির টিকিট পাবেন মোহনবাগান থেকে। মোহনবাগান কর্তাদের দাবি, ইস্টবেঙ্গল শিবির থেকেও জানিয়ে দেওয়া হয়েছে ফিরতি ডার্বি ম্যাচে একই নজির বজায় রেখে মোহনবাগান সদস্যদেরও টিকিট দেবে লাল-হলুদ শিবির।
আরও পড়ুন: শেষ মুহূর্তের ভুলে ঘরের মাঠে পয়েন্ট নষ্ট ইস্টবেঙ্গলের