Advertisement
০৭ মে ২০২৪

নাইটদের সঙ্গে প্রথম ম্যাচে কঠিন চ্যালেঞ্জ: রায়না

আগামী ৭ এপ্রিল রাজকোটে গৌতম গম্ভীরের কলকাতা তাঁদের বিরুদ্ধেই আইপিএল যাত্রা শুরু করছে। কেকেআর নিয়ে কী ধারণা তাঁর? কোচ ব্র্যাড হজকে নিয়ে তৈরি বিতর্ক কী ভাবে সামলাচ্ছেন? শনিবার সকালে মোবাইল ফোনে আনন্দবাজার-কে একান্ত সাক্ষাৎকার দিলেন গুজরাত লায়ন্সের অধিনায়ক ও ভারতীয় তারকা সুরেশ রায়না।টানা ভাল খেলে মাত্র দু’টো ম্যাচে আমরা ব্যর্থ হই। তাতেই ছিটকে গেলাম। ভুল থেকে আমরা শিক্ষা নিয়েছি। আক্ষেপ করে বসে থেকে লাভ নেই, এগিয়ে যেতে হবে।

প্রত্যয়ী: গত বারের ভুল থেকে শিক্ষা নিয়ে সতর্ক রায়না। ফাইল চিত্র

প্রত্যয়ী: গত বারের ভুল থেকে শিক্ষা নিয়ে সতর্ক রায়না। ফাইল চিত্র

সুমিত ঘোষ
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ০৩:৪১
Share: Save:

প্রশ্ন: গত বার আপনাদেরই বলা হচ্ছিল আইপিএলের সেরা চমক। নতুন মরসুম নিয়ে ভাবনা কী?

সুরেশ রায়না: আমাদের ব্যাটিং খুবই ভাল। ডোয়েন স্মিথ আছে, অ্যারন ফিঞ্চ আছে। এ বার জেসন রয়-কে নিয়েছি আমরা। জেসন ভারতে এসে ওয়ান ডে সিরিজে খুব ভাল খেলেছে। বোলিংয়ে এ বার অনেক তরুণ ভারতীয় ফাস্ট বোলার আছে। সব মিলিয়ে আমি আশাবাদী।

প্র: গত বার এত কাছে এসেও না পারার জন্য আক্ষেপ আছে নিশ্চয়ই?

রায়না: টানা ভাল খেলে মাত্র দু’টো ম্যাচে আমরা ব্যর্থ হই। তাতেই ছিটকে গেলাম। ভুল থেকে আমরা শিক্ষা নিয়েছি। আক্ষেপ করে বসে থেকে লাভ নেই, এগিয়ে যেতে হবে।

প্র: আপনার নিজের জন্য এই আইপিএল কত গুরুত্বপূর্ণ?

রায়না: দশ বছরে ধরে আমি পারফর্ম করে গিয়েছি। দেশের হয়ে এবং আইপিএলে। গত কয়েক মাস খারাপ গিয়েছে, মানছি। তার জন্য দেখছি অনেক বিভ্রান্তিকর খবর রটানো হচ্ছে। এ গুলো নিয়ে পাল্টা জবাব দিতে রুচিতে বাধে। আমি একটাই কথা বলতে পারি। বরাবর বিশ্বাস করে এসেছি, ব্যাট বা বল হাতেই উত্তর দিতে হয়। আশা করছি এ বারও সেটা করে দেখাতে পারব।

প্র: সুরেশ রায়নার কি এই আইপিএলে নতুন করে কিছু প্রমাণ করার আছে?

রায়না: একেবারেই না। যে দিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি, নিজের সেরাটা দেওয়ার শপথ নিয়ে সব সময় মাঠে নেমেছি। সমালোচকরা কী বলল, সেই কথা ভেবে কখনও ক্রিকেট খেলিনি। ক্রিকেটকে আমি প্রাণ দিয়ে ভালবাসি। গুজরাত লায়ন্সের হয়ে আইপিএল জিততে চাই। ভারতীয় দলে ফের নিয়মিত হয়ে উঠতে চাই। সকলের সঙ্গে গিয়ে গিয়ে ফাইট করতে পারব না। এটাও ভাবতে হবে যে, আমার শত্রু যেমন আছে তেমন বন্ধুও আছে। যারা কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে, তাদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব রয়েছে আমার।

প্র: গুজরাতের এই টিমের এক্স ফ্যাক্টর কী বলে মনে হচ্ছে আপনার?

রায়না: আমরা অনেকে এক সঙ্গে চেন্নাই সুপার কিংগসে খেলেছি। ডোয়েন ব্র্যাভো, ডোয়েন স্মিথ, আমি, রবীন্দ্র জাডেজা। তাই দারুণ একটা বোঝাপড়া তৈরি হয়েই ছিল। তা ছাড়া এই টিমের মানসিকতাটা খুব ভাল যে, দর্শককে আনন্দ দিয়ে আমরা জিতব। উত্তেজক ব্র্যান্ডের ক্রিকেট খেলব। গত বারের ম্যাচগুলো যদি দেখেন, আমরা খুব পজিটিভ ক্রিকেট খেলেছি। শুধু ভাল খেললেই হয় না বা জিতলেই হয় না। যাঁরা কষ্ট করে মাঠে আসছেন আমাদের খেলা দেখতে, তাঁদের আনন্দ দিতে পারলাম কি না, সেটাই সব চেয়ে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: আরও দু’সপ্তাহ বাইরে কোহালি

প্র: এই আইপিএলে আপনি কি তিন নম্বরে ব্যাট করবেন নাকি ফিনিশারের ভূমিকায় দেখা যাবে?

রায়না: তিন নম্বরেই নামব। লম্বা ইনিংস খেলার চেষ্টা করতে হবে। গত বারও সেটাই করেছিলাম।

প্র: রবীন্দ্র জাডেজার তো চোট শোনা যাচ্ছে। খেলতে পারবেন না?

রায়না: হুঁ, জাড্ডুকে মনে হচ্ছে প্রথম দিকের কয়েকটা ম্যাচে পাব না। দেড় থেকে দু’সপ্তাহ ওকে বিশ্রাম নিতে হবে।

মুখোমুখি: রাজকোটে গম্ভীরদের প্রথম ম্যাচ রায়নাদের সঙ্গে। ফাইল চিত্র

প্র: আপনাদের প্রথম ম্যাচই তো গৌতম গম্ভীরদের সঙ্গে। কতটা সমীহ করছেন কেকেআর-কে?

রায়না: শুরুতেই কঠিন ম্যাচ। কেকেআর ভাল টিম। গৌতম গম্ভীর খুব ভাল ক্যাপ্টেন্সি করে। খুব অভিজ্ঞ ব্যাটসম্যান। মণীশ পাণ্ডে আছে। কুলদীপ যাদব দারুণ টেস্ট অভিষেক ঘটিয়ে আসছে। সুনীল নারাইন আছে। ওরা দু’বারের চ্যাম্পিয়ন টিম। কেকেআর-কে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। দু’টো দলই প্রথম ম্যাচ জিতে শুরুটা ভাল করতে চাইবে। হাড্ডাহাড্ডি ম্যাচ হবে।

প্র: কেকেআরের কাউকে নিয়ে আলাদা কোনও ভাবনা?

রায়না: না, আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলব। প্রতিপক্ষকে নিয়ে বেশি ভাবতে বসলে প্ল্যানিংটা খুব গুলিয়ে যেতে পারে। টিম হিসেবে কেকেকেআর নিয়ে প্ল্যানিং হবে। কোচ, সহকারি কোচ, টিম ম্যানেজমেন্ট বসে সেই প্ল্যানিং করবে।

প্র: কোচ মানে ব্র্যাড হজ। যিনি বিরাট কোহালিকে নিয়ে মন্তব্য করে শিরোনামে। আবার ক্ষমাও চেয়েছেন। আপনি একই টিমের ক্যাপ্টেন। এই বিতর্ক কী ভাবে সামলাচ্ছেন?

রায়না (হাসি): ওই এপিসোডটা এ বার বন্ধ করে দেওয়াই ভাল। ব্র্যাড হজের সঙ্গে আমার কথা হচ্ছিল গত কাল রাতেই। ও আমাকে বলেছে, বিরাটকে নিয়ে এ ভাবে ও মন্তব্য করতে চায়নি। হজ ক্ষমাও চেয়ে নিয়েছে। আমাদের সবাইকে মনে রাখতে হবে, ক্রিকেট খেলাটার চেয়ে বড় কেউ নয়। বিতর্ক ভুলে তাই এগিয়ে যেতে হবে। যাতে খেলাটা আবার ভাল ভাবে শুরু হতে পারে।

প্র: কিন্তু সাধারণ ভাবে অস্ট্রেলিয়া ও স্লেজিং নিয়ে আপনার ভাবনা কী?

রায়না: অস্ট্রেলীয়দের বোঝার সময় হয়েছে, ক্রিকেট পাল্টাচ্ছে। আগে কী হতো, মাঠে শুধু ওরাই নিজেদের ‘এক্সপ্রেস’ করত। অন্যরা লাজুক ছিল। এখন পরিস্থিতি পাল্টে গিয়েছে। সব দলেই অনেক ক্রিকেটার এসে গিয়েছে, যারা আবেগকে চেপে রাখে না। মাঠে নিজেদের পুরোপুরি মেলে ধরে। তাই অস্ট্রেলিয়া কিছু বললে উত্তরও পেয়ে যাচ্ছে।

প্র: বিরাট সিরিজ জিতে উঠেই বললেন, কেউ খোঁচা দিলে আমরাও পাল্টা ফিরিয়ে দেব। এটাই কি আধুনিক ভারতীয় দলের মনোভাব?

রায়না: একদমই তাই। শুধু নিজেদের ঘরের মাঠে বলে নয়, আমরা অস্ট্রেলিয়া গিয়েও একই মানসিকতা নিয়ে মাঠে নেমেছি। কেউ খোঁচা মারলে আমরা তা ফিরিয়ে দেব। আর এক ভাবেও আমরা বলি...

প্র: কী ভাবে?

রায়না: যদি তোমরা শুরু করো, আমরা শেষ করব (হাসি)। এটাও অনেক বার বলেছি আমরা। অস্ট্রেলীয়দের তো বলেই থাকি।

প্র: অবাক হয়ে যাচ্ছি, আপনি আর অস্ট্রেলীয় ব্র্যাড হজ একই টিমের ক্যাপ্টেন আর কোচ! কাঁধে কাঁধ মিলিয়ে জয়ের মন্ত্র তৈরি করবেন?

রায়না: (হাসি) আরে এটা কোনও ব্যাপারই নয়। মাঠে যা ঘটে গিয়েছে, সেটা এখন অতীত। ওই যে বললাম না, ক্রিকেটের চেয়ে বড় কেউ নয়। এটা আমাদের সকলের মাথায় রাখা উচিত। আর একটা কথা হচ্ছে, স্লেজিং যতই হেডলাইন পাক, জয়-পরাজয়ের নিষ্পত্তি কিন্তু করতে পারে না। ফলটা নির্ধারিত হয় ব্যাট-বলের যোগ্যতাতেই। এই যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি টেস্ট সিরিজটা আমরা জিতলাম, স্লেজিংয়ের জন্য জিতেছি নাকি? জিতেছি আমরা ওদের চেয়ে ভাল ক্রিকেট খেলেছি বলে। মাঝে মাঝে স্লেজিং করলে ব্যুমেরাংও হয়ে যায়। সেটাও মনে রাখতে হবে।

প্র: তবু এত তাড়াতাড়ি ভুলে গিয়ে সব নর্ম্যাল হয়ে যাওয়া সম্ভব?

রায়না: কেন নয়? হরভজন সিংহের সঙ্গে অ্যান্ড্রু সাইমন্ডসের বিশাল কাণ্ড ঘটে গেল। ভেবে দেখুন, মাঙ্কিগেটে কারা কারা জড়িয়ে গিয়েছিল। ভারতের দিকে সচিন পাজি আর হরভজন। ওদের দিকে রিকি পন্টিং, অ্যান্ড্রু সাইমন্ডস। এ বার মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমটা ভাবুন। চার জনেই এক সঙ্গে খেলল মুম্বইয়ের হয়ে। ও রকম তুলকালাম ঘটনা ভুলে যদি সচিন-পন্টিংরা এক হতে পারে, তা হলে এখন কেন মিটমাট হবে না? আমার তো মনে হয়, ওই বিতর্কটা থেমে গিয়েছে। সবাই এখন ভাবছে, আইপিএল কবে শুরু হবে আর সেই উত্তেজক ব্র্যান্ডের ক্রিকেট দেখব। বলছি তো ক্রিকেটের ওপর কেউ নয়!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE