নরওয়ে ওপেন দাবা চ্যাম্পিয়নশিপে ড্র করলেন পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। শুক্রবার টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে রুশ দাবাড়ু আলেক্সজন্দ্র গ্রিসচুকের সঙ্গে ড্র করেন আনন্দ। এই নিয়ে পর পর তিনটি ম্যাচ ড্র করলেন আনন্দ। তৃতীয় রাউন্ডের শেষে আপাতত দেড় পয়েন্ট পেয়ে যৌথ ভাবে চতুর্থ স্থানে আছেন ভিশি। তাঁর সঙ্গে একই স্থানে আছেন ইতালির ফাবিয়ানো কারুয়ানা এবং ফ্রান্সের ভাসিয়ের লাগ্রভ। এখনও বাকি ছ’টা রাউন্ড।
এ দিনের অন্য দু’টি ম্যাচে তাঁদের প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে যৌথ ভাবে শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছেন আমেরিকার জাপানি বংশোদ্ভূত দাবাড়ু হিকারু নাকামুরা এবং রাশিয়ার ভ্যাসেলিন তোপালভ। তাঁদের পয়েন্ট ২.৫। আধ পয়েন্ট পেয়ে সর্বশেষ স্থানে আছেন বিশ্বচ্যাম্পিয়ন নরওয়ের ম্যাগনাস কার্লসেন। নেদারল্যান্ডসের ভারতীয় বংশোদ্বুত দাবাড়ু অনীশ গিরির সঙ্গে তৃতীয় রাউন্ডের ম্যাচ ড্র করেন কার্লসেন।