Advertisement
০৪ মে ২০২৪
Andres Iniesta

অসম্ভব সম্ভব, আশা ইনিয়েস্তার

ফের পাহাড়-প্রমাণ পরীক্ষা তাঁদের সামনে। আন্দ্রে ইনিয়েস্তা তবু মনে করছেন, ফের সেই পরীক্ষায় পাশ করা সম্ভব। আজ, বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগের ম্যাচে ঘরের মাঠে বার্সেলোনা মুখোমুখি য়ুভেন্তাসের। প্রথম লেগের ফলে ০-৩ পিছিয়ে বার্সা।

নজরে: য়ুভেন্তাসের চ্যালেঞ্জের প্রস্তুতি চলছে ইনিয়েস্তার। ছবি: রয়টার্স

নজরে: য়ুভেন্তাসের চ্যালেঞ্জের প্রস্তুতি চলছে ইনিয়েস্তার। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৭ ০৪:১৪
Share: Save:

ফের পাহাড়-প্রমাণ পরীক্ষা তাঁদের সামনে। আন্দ্রে ইনিয়েস্তা তবু মনে করছেন, ফের সেই পরীক্ষায় পাশ করা সম্ভব।

আজ, বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগের ম্যাচে ঘরের মাঠে বার্সেলোনা মুখোমুখি য়ুভেন্তাসের। প্রথম লেগের ফলে ০-৩ পিছিয়ে বার্সা। কিন্তু কোচ এনরিকের মতোই প্রত্যয়ী থেকে বার্সা অধিনায়ক ইনিয়েস্তা বলছেন, ‘‘পিএসজি ম্যাচটার সঙ্গে অনেক মিলই আছে এ বারের লড়াইয়ের। কিন্তু আমার মাথায় থাকছে একটাই মিল। সেটা একটা হিসেবের মিল। আমাদের যত বেশি সম্ভব গোল করতে হবে, যত কম সম্ভব গোল খেতে হবে।’’

প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলন করতে এসে আবেগপ্রবণ ভাবে আরও যোগ করলেন, ‘‘বার্সেলোনা দলে বিশ্বাসটাই বড় কথা। আর আমরা সব সময় বিশ্বাস করি যে, আমরা পারব। প্রথম লেগটা আমাদের খুব খারাপ গিয়েছে। কিন্তু পিএসজি ম্যাচের মতোই আরও এক বার বড় ব্যবধানের ঘাটতি মিটিয়ে আমাদের ফিরে আসার ক্ষমতা আছে।’’

তাঁর নিজের ফর্ম এবং ফিটনেস নিয়ে এই মরসুমে অনিশ্চয়তা দেখা দিয়েছে অনেক বার। বুধবারের ম্যাচে কি তাঁকে পুরনো ছন্দে দেখা যাবে কি? এই প্রশ্ন থাকছে। ইনিয়েস্তা যদিও বলে দিয়েছেন, ‘‘আমার লক্ষ্য থাকে যতক্ষণ বেশি সম্ভব খেলা। সেই লক্ষ্যে আমি এখনও দীর্ঘক্ষণ ট্রেনিং করি। আমি যখন মাঠে নেমে খেলি, সেরাটাই দেওয়ার চেষ্টা করি।’’

য়ুভেন্তাসের রক্ষণ এই মরসুমে কার্যত দুর্ভেদ্য হয়ে উঠেছে। ‘‘জানি, ওরা চ্যাম্পিয়ন্স লিগে মাত্র দু’টি গোল খেয়েছে। কিন্তু য়ুভেন্তাসও সম্ভবত জানে, বার্সেলোনাকে খেলা আর অন্য টিমকে খেলা— দু’টো এক নয়।’’

পিএসজি ম্যাচে ক্যাম্প ন্যু অক্লান্ত ভাবে সমর্থন করে গিয়েছিল মেসিদের। সারাক্ষণ গলা ফাটিয়ে গ্যালারি উদ্বুদ্ধ করে গিয়েছিল বার্সেলোনার ফুটবলারদের। বুধবারও সেটা দরকার হবে বলে মনে করছেন ইনিয়েস্তা। ‘‘আমি নিশ্চিত পিএসজি ম্যাচের মতোই ওঁরা চেঁচাবেন। আমরাও যেন আগের ম্যাচের মতোই পারফর্ম করতে পারি,’’ বলছেন ইনিয়েস্তা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE