উইম্বলডনে নামার আগেই উৎসবের মেজাজে অ্যান্ডি মারে।
ফের বাবা হচ্ছেন তিনি। ২০১৫-র এপ্রিলে দীর্ঘদিনের বান্ধবী কিম সিয়ার্সকে বিয়ে করার পরে মারে প্রথম বাবা হন গত বছরে। তাঁর মেয়ে সোফিয়ার বয়স এক বছর। তবে এই আনন্দের আবহাওয়াতেও গত বারের উইম্বলডন চ্যাম্পিয়নের ফিটনেস নিয়ে দুশ্চিন্তা যাচ্ছে না ভক্তদের।
কুইন্স ক্লাব থেকে চোটের জন্য টুর্নামেন্টের গোড়ায় নাম তুলে নিয়েছিলেন। মারে নিজে অবশ্য বলছেন তিনি ফিট। গত শুক্রবার তিন বেলা প্র্যাকটিস করেছেন। তবে মারেকে প্র্যাকটিসে খুব একটা স্বচ্ছন্দ লাগেনি। বিশ্বের এক নম্বর অবশ্য বলছেন, তিনি উইম্বলডনে নিজেকে নিংড়ে দিতে চান।
আরও পড়ুন: জকোভিচ কত দূর যায়, দেখার অপেক্ষায় আছি
রবিবার মারে বলেছেন, ‘‘গত কয়েক দিনে অনেক ভাল লাগছে। এ রকম ফিটনেস থাকলে টুর্নামেন্টে খেলতে সমস্যা নেই।’’
সোমবার টুর্নামেন্টে নামী তারকাদের মধ্যে নামছেন মারে এবং রাফায়েল নাদাল। গত বারের চ্যাম্পিয়ন মারের প্রতিদ্বন্দ্বী আলেকজান্ডার বুবলিক এবং নাদালের সামনে জন মিলম্যান।