অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মরিয়া অ্যান্ডি মারে। তাই আসন্ন ডেলরে বিচ ওপেন থেকে নাম তুলে নিলেন তিনি। করোনাভাইরাসে যাতে আক্রান্ত না হয়ে পড়েন সে কারণেই এই সিদ্ধান্ত।
গত বছরটা একেবারেই ভাল যায়নি ব্রিটেনের এই তারকার। চোট এবং অফ ফর্ম ভুগিয়েছে। নতুন বছরে কেরিয়ার ফের নতুন করে শুরু করতে মরিয়া তিনি। ডেলরে বিচ ওপেনে ওয়াইল্ড কার্ড দেওয়াও হয়েছিল মারেকে।
কিন্তু তিনি জানিয়েছেন, দলের সঙ্গে পরামর্শ করেই খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, “কোভিডের প্রকোপ বেড়েই চলেছে। বিমানে যাতায়াতের ব্যাপারও রয়েছে। অস্ট্রেলিয়ান ওপেনের আগে আমি ঝুঁকি নিতে চাই না।”