Advertisement
২৩ অক্টোবর ২০২৪
অ্যান্ডি মারে

করোনার ভয়ে ডেলরে বিচ ওপেন থেকে নাম তুলে নিলেন অ্যান্ডি মারে

গত বছরটা একেবারেই ভাল যায়নি ব্রিটেনের এই তারকার। চোট এবং অফ ফর্ম ভুগিয়েছে।

ফর্মে ফিরতে মরিয়া অ্যান্ডি মারে। ফাইল ছবি

ফর্মে ফিরতে মরিয়া অ্যান্ডি মারে। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ১২:১৭
Share: Save:

অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মরিয়া অ্যান্ডি মারে। তাই আসন্ন ডেলরে বিচ ওপেন থেকে নাম তুলে নিলেন তিনি। করোনাভাইরাসে যাতে আক্রান্ত না হয়ে পড়েন সে কারণেই এই সিদ্ধান্ত।

গত বছরটা একেবারেই ভাল যায়নি ব্রিটেনের এই তারকার। চোট এবং অফ ফর্ম ভুগিয়েছে। নতুন বছরে কেরিয়ার ফের নতুন করে শুরু করতে মরিয়া তিনি। ডেলরে বিচ ওপেনে ওয়াইল্ড কার্ড দেওয়াও হয়েছিল মারেকে।

কিন্তু তিনি জানিয়েছেন, দলের সঙ্গে পরামর্শ করেই খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, “কোভিডের প্রকোপ বেড়েই চলেছে। বিমানে যাতায়াতের ব্যাপারও রয়েছে। অস্ট্রেলিয়ান ওপেনের আগে আমি ঝুঁকি নিতে চাই না।”

আরও খবর: মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে বাংলার নির্বাচক, শুরু নতুন বিতর্ক

আরও খবর: পাখির চোখ টোকিয়োয় পদক, নতুন বছরের জন্য প্রস্তুতি সিন্ধুর

এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন পিছিয়ে গিয়েছে ফেব্রুয়ারিতে। খেলোয়াড়দের ১৪ দিন কোয়রান্টিনে থাকা ছাড়াও অনেক বার কোভিড পরীক্ষা দিতে হবে। মারের পাশাপাশি ব্রিটেনের এক নম্বর খেলোয়াড় ড্যান ইভান্সও ডেলরে বিচ থেকে নাম তুলে নিয়েছেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE