ব্রাজিলীয় ফুটবলার রোনাল্ডিনহো গাউচো-র ভক্ত। আর ভারতীয় ফুটবলে তাঁর স্বপ্ন সুনীল ছেত্রীর মতো খেলে জাতীয় দলে প্রতিষ্ঠা পাওয়া।
দু’বছর আগে ভারতের মাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ৯ নম্বর জার্সি গায়ে খেলতে নেমে বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছিলেন। পুণের সেই অনিকেত যাদব এ বার চললেন ইংল্যান্ডের অন্যতম বিখ্যাত ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্সের অ্যাকাডেমিতে তিন মাসের প্রশিক্ষণ নিতে। এ দিন ব্ল্যাকবার্নের তরফেও টুইট করে অ্যাকাডেমিতে স্বাগত জানানো হয়েছে অনিকেতকে।
বুধবার সকালের উড়ানেই মুম্বই ছাড়ছেন তিনি। যাওয়ার আগে ফোনে আনন্দবাজারের কাছে আবেগপ্লুত অনিকেত। বলছেন, ‘‘আমার বাবা অনিল যাদব কোলাপুরের রাস্তায় এখনও অটো চালান। খুব কষ্ট করে আমাকে ও বোনকে মানুষ করেছেন তিনি। গত সপ্তাহের শেষের দিকে বাবাকে খবরটা দেওয়ার পরে উনি কেঁদে ফেলেছিলেন। নিজেকে আরও ভাল ফুটবলার হিসেবে তৈরি করতে বুধবারই উড়ে যাচ্ছি ইংল্যান্ড।’’
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সময়ই বিশেষজ্ঞদের চোখ টেনেছিলেন অনিকেত। কোলাপুরের ছেলের সম্পদ গতি, শুটিং, আক্রমণ ভাগে ছোট পাস খেলে গোলের মুখ খুলে ফেলার দক্ষতা ও জোরালো হেডিং। ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল ব্ল্যাকবার্ন রোভার্সের অ্যাকাডেমি রয়েছে ল্যাঙ্কাশায়ারের ব্রকহল গ্রামে। সেখানে গিয়ে কোন জায়গাগুলো পোক্ত করবেন? প্রশ্ন শুনে অনিকেত বলেন, ‘‘দেশের মাটিতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলার পরেই ইচ্ছা ছিল বিদেশে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার। কিন্তু তখন ভাল সুযোগ পাইনি। গত বছর ইন্ডিয়ান অ্যারোজে খেলার পরে এ বার আইএসএলে জামশেদপুরে খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। তার পরে এজেন্ট মারফত ব্ল্যাকবার্ন রোভার্সের অ্যাকাডেমিতে যোগদানের সুযোগ সামনে এসেছে।’’