চলতি বছরে আইপিএল হওয়ার আশা ছাড়ছেন না অনিল কুম্বলে ও ভিভিএস লক্ষ্মণ। জাতীয় দলের দুই প্রাক্তন তারকা ফাঁকা গ্যালারিতেও আইপিএল আয়োজনের পক্ষপাতী।
একটি স্পোর্টস চ্যানেলের অনুষ্ঠানে প্রাক্তন জাতীয় অধিনায়ক ও আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের কোচ কুম্বলে বলেছেন, “হ্যাঁ, আমরা আশাবাদী যে আইপিএল হবে এই বছরে। তবে তার জন্য সূচির ভিতরে আইপিএলের জায়গা করতে হবে। আমরা যদি স্টেডিয়াম ফাঁকা রেখে খেলতে পারি তিন বা চার ভেন্যুতে, তবে আইপিএলের সম্ভাবনা রয়েছে। আমরা সবাই আশা নিয়ে তাকিয়ে রয়েছি ভবিষ্যতের দিকে।”
আরও পড়ুন: ‘ওদের সঙ্গে নিজের মিল খুঁজে পাই’