Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Sports News

লোকেশ রাহুলকে দলে পেয়ে খুশি কোচ কুম্বলে

ভারতের ব্যাটিং নিয়ে যে খুব দুশ্চিন্তায় রয়েছেন অনিল কুম্বলে এমনটা নয়। মঙ্গলবার বিশাখাপত্তনমে অনুশীলন শেষে সে কথা স্বীকার করে নিয়েছেন ভারতের কোচ। বরং তাঁকে ভাবাচ্ছে ভারতের ফিল্ডিং। সেটা তিনি মেনেও নিয়েছেন।

অনিল কুম্বলে। ছবি: পিটিআই।

অনিল কুম্বলে। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৬ ১৮:৪৭
Share: Save:

ভারতের ব্যাটিং নিয়ে যে খুব দুশ্চিন্তায় রয়েছেন অনিল কুম্বলে এমনটা নয়। মঙ্গলবার বিশাখাপত্তনমে অনুশীলন শেষে সে কথা স্বীকার করে নিয়েছেন ভারতের কোচ। বরং তাঁকে ভাবাচ্ছে ভারতের ফিল্ডিং। সেটা তিনি মেনেও নিয়েছেন। বলেন, ‘‘ব্যাটিং ও বোলিংয়ের থেকে দলের ক্যাচিং বেশি ভাবাচ্ছে। আর এখানেই আমরা পিছিয়ে পড়েছি।’’

লোকেশ রাহুলকে দলে পেয়ে খুশি কোচ অবশ্য গৌতম গম্ভীর সম্পর্কে পরিষ্কার করে কিছু বলেননি। মঙ্গলবারই লোকেশ রাহুলকে দলে ডেকে নেওয়া হয়েছে। এই মুহূর্তে কর্ণাটকের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলছিলেন। যেখানে রাজস্থানের বিরুদ্ধে দুই ইনিংস মিলে ১৮২ রান করেছেন তিনি। কুম্বলে বলেন, ‘‘কানপুরে চোট পেয়ে ছিটকে গিয়েছিল রাহুল। কিন্তু এখন ও পুরো সুস্থ। নিয়ম মেনে ওকে রঞ্জি খেলতে পাঠানো হয়েছিল। আজ ও সেঞ্চুরি করেছে। প্রথম ইনিংসেও সত্তরের উপর রান করেছে। বিশাখাপত্তনম ম্যাচের আগে ওকে দলে পাওয়াটা ভাল।’’

লোকেশ রাহুলকে তড়িঘড়ি দলে ডেকে নেওয়া মানেই গৌতম গম্ভীরকে বাইরের রাস্তা দেখিয়ে দেওয়া। কারণ, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ তিনি। দুই ইনিংস মিলে গম্ভীরের রান ২৯। যদিও কুম্বলে এখনই সে ব্যাপারে বলতে নারাজ। বলেন, ‘‘এখনও দু’দিন হাতে রয়েছে। তবে রাহুল যখন দলে রয়েছে তখন ওকে প্রথম একাদশে চাইব আমি।’’ যদিও দুটো ম্যাচ দেখেই গৌতম গম্ভীরকে বাদ দেওয়ার পক্ষে নয় অনেকেই। দীর্ঘ দু’বছর পর রঞ্জিতেই দারুণ খেলে জাতীয় দলে ফেরার রাস্তা প্রসস্ত করেছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনদওর টেস্টে হাফ সেঞ্চুরিও করেছিলেন তিনি।

আরও খবর

গম্ভীরকে বার্তা দিয়ে দলে ফিরলেন লোকেশ রাহুল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anil Kumble Lokesh Rahul Test series
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE