Advertisement
E-Paper

ইস্তফা দিয়েই দিলেন অনিল কুম্বলে

সকালে দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিমানে না ওঠা থেকেই জল্পনা তুঙ্গে উঠেছিল। কয়েক ঘণ্টার মধ্যেই বিসিসিআইকে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন অনিল কুম্বলে।

শেষ আপডেট: ২০ জুন ২০১৭ ১৯:৫০
অনিল কুম্বলে। ছবি: রয়টার্স।

অনিল কুম্বলে। ছবি: রয়টার্স।

জল্পনা চলছিলই। সেই মতো চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতেই ভারতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন অনিল কুম্বলে। চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই শেষ হয়ে গিয়েছে কুম্বলের চুক্তি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত তাঁকে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলাতে বলা হয়েছিল। কিন্তু তিনি সরেই দাঁড়ালেন। মঙ্গলবার সকালে লন্ডন থেকে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে উড়ে গিয়েছে ভারতীয় দল। কিন্তু দলের সঙ্গে যাননি অনিল কুম্বলে। জল্পনা শুরু হয়েছিল সোমবার থেকেই। জানা যাচ্ছিল না আদৌ দলের সঙ্গে যাবেন কি না কুম্বলে। টিম ম্যানেজমেন্টও তা নিয়ে কোনও তথ্য জানাতে পারেনি। ক্রিকেটাররাও ছিলেন পুরো অন্ধকারে। শেষ পর্যন্ত খোলসা করলেন স্বয়ং কুম্বলেই।

আরও খবর: দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিমানে উঠলেন না কুম্বলে

সকালে দলের সঙ্গে না যাওয়ার কারণ হিসেবে বিসিসিআই-এর তরফে জানানো হয়েছিল আইসিসি-র মিটিংয়ের জন্য থেকে গিয়েছেন তিনি। কিন্তু বোঝাই গিয়েছিল সরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। এমনও শোনা গিয়েছে, এয়ারপোর্টে প্লেয়াররা কোচের জন্য অপেক্ষাও করেন। কিন্তু তিনি না আসায় শেষ পর্যন্ত উড়ে যেতে হয় দলকে। আইসিসির যে মিটিংয়ের জন্য কুম্বলে থেকে যাচ্ছেন বলে জানিয়েছিল বিসিসিআই সেই মিটিং শুরু হয়েছে সোমবার থেকে চলবে ২৩ জুন পর্যন্ত। আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান কুম্বলে। যাঁরা আইসিসির আইন নির্ধারণ করে। কিন্তু এর সঙ্গে কুম্বলের না যাওয়ার পিছনে কারণ যেটা ছিল তা পরিষ্কার হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই।

কোহালি ও কুম্বলের সম্পর্ক যে তলানিতে এসে ঠেকেছে সেটা এতদিনে জেনে গিয়েছে সকলেই। যে কারণে শুরু হয়েছে নতুন কোচের খোঁজ। বিজ্ঞাপন দেওয়া হয়েছে আবেদনপত্র চেয়ে। যেটা কুম্বলের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তাঁর হাত ধরে কম সাফল্য পায়নি ভারতীয় দল। ঘরের মাঠে টানা টেস্ট সিরিজ জয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছনো সবই রয়েছে সেই তালিকায়। তার পরও নতুন কোচের খোঁজ শুরু হওয়াটা ভালভাবে নিতে পারেননি তিনি। যে কারণেই এই সরে দাঁড়ানো।

Cricket Anil Kumble Virat Kohli Cricketer বিরাট কোহালি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy