Advertisement
E-Paper

কাট পাওয়ার দিকে অনির্বাণ

গল্ফের আঁতুড়ে অভিষেকটা গৌরবজনক হল অনির্বাণ লাহিড়ীর। সেন্ট অ্যান্ড্রুজ ওল্ড কোর্সে এ দিন ব্রিটিশ ওপেনে শুরুই করলেন জোড়া বার্ডি দিয়ে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৫ ০৩:৩৪
স্কটল্যান্ডের ঐতিহাসিক সেন্ট অ্যান্ড্রুজ ওল্ড কোর্সে ব্রিটিশ ওপেনের প্রথম রাউন্ডে অনির্বাণ। ছবি: রয়টার্স।

স্কটল্যান্ডের ঐতিহাসিক সেন্ট অ্যান্ড্রুজ ওল্ড কোর্সে ব্রিটিশ ওপেনের প্রথম রাউন্ডে অনির্বাণ। ছবি: রয়টার্স।

গল্ফের আঁতুড়ে অভিষেকটা গৌরবজনক হল অনির্বাণ লাহিড়ীর।

সেন্ট অ্যান্ড্রুজ ওল্ড কোর্সে এ দিন ব্রিটিশ ওপেনে শুরুই করলেন জোড়া বার্ডি দিয়ে। দিনের শেষে টাইগার উডসের জঘন্য ফর্ম নিয়ে সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় টিকা-টিপ্পনির ছড়াছড়ি। অন্য দিকে, অনির্বাণ তিন-আন্ডার ৬৯ স্কোর করলেন প্রথম রাউন্ডে। শীর্ষে থাকা মার্কিন তারকা ডাস্টিন জনসনের (সাত-আন্ডার ৬৫) চেয়ে চার শটে পিছিয়ে তিনি।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজই নাকি ছিল ব্রিটিশ ওপেনে সেরা স্কোরটা তুলে রাখার দিন। আকাশ পরিষ্কার, হাওয়াও তেমন ছিল না। পরিবেশটা পুরোপুরি কাজে লাগালেন অনির্বাণ। যাঁর গল্ফ ক্লাব থেকে পাঁচটি বার্ডি এল এ দিন। কোর্স অচেনা হলেও তাঁর খেলার ধরনের সঙ্গে দারুণ মানানসই বলে বুধবার যে দাবি করেছিলেন, এ দিন সেটাই প্রমাণ করলেন। তবে এর পাশে খান দুই বোগি না হলে আরও উপরের দিকে শেষ করতে পারতেন। ভারতীয় সময় রাত সওয়া বারোটা নাগাদ লিডারবোর্ডে তিনি যুগ্ম একুশ নম্বরে। এবং কাট পাওয়ার দিকে অনেকটাই এগিয়ে।

তবে স্কটল্যান্ডের আকাশে ইতিমধ্যেই জমাট বাঁধছে মেঘ। শুক্রবার সকালের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে এলোমেলো হাওয়া। তার সঙ্গে মানিয়ে নেওয়াটা দ্বিতীয় রাউন্ডে ভারতীয় তারকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এই লিঙ্ক কোর্সে।

এ দিকে হাওয়া এলোমেলো হওয়ার বহু আগেই এলোমেলো হল টাইগার উডসের খেলা। পর পর মাস্টার্স আর যুক্তরাষ্ট্র ওপেন জিতে সাড়া ফেলা জর্ডান স্পিয়েথ-সহ প্রথম সারির বাদবাকি গল্ফাররা যেখানে আদর্শ আবহাওয়ায় হেসে খেলে ছয় বা পাঁচ-আন্ডার স্কোর করলেন, সেখানে পরিবেশের সুযোগ নিতে পুরোপুরি ব্যর্থ গল্ফের বাঘ। নতুন যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া বিশ্বের সর্বকালের সেরা গল্ফারের শট মেকিং এ দিন বারবার হোঁচট খেল। যা দেখে এক বিশেষজ্ঞ বলে ফেলেন, ‘‘বিশ্বের সব গল্ফার টাইগারের মতো সুইং করার চেষ্টা করছে। স্রেফ টাইগারই করছে না!’’ পাঁচটি বোগি করলেন। মাত্র একটা বার্ডি। ৪-ওভার ৭৬ স্কোর করে তিনি যুগ্ম ১৪৩। শীর্ষে থাকা স্বদেশি ডাস্টিন জনসনের চেয়ে এগারো শটে পিছিয়ে। ফলে সেন্ট অ্যান্ড্রুজ ওল্ড কোর্সে ২০০০ আর ২০০৫-এ ওপেনের ‘ক্ল্যারেট জাগ’ জয়ী চ্যাম্পিয়ন শুক্রবার নামবেন কোনও রকমে কাট পেয়ে টুর্নামেন্টে টিকে থাকার লক্ষ্যে।

british open anirban lahiri cut birdie
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy