Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Table Tennis

Table Tennis: দল ঘোষণাই হয়নি, আদালতে মামলা ‘বাদ পড়া’ খেলোয়াড়ের! দেশের টেবিল টেনিসে ডামাডোল বাড়ছে

কমনওয়েলথের দলে সুযোগ না পেয়ে মামলা করেছেন মানুষ শাহ নামের এক টেবিল টেনিল খেলোয়াড়। সেই দল ঘোষণা হয়নি বলে দাবি প্রশাসক কমিটির।

ভারতীয় টেবিল টেনিসে ডামাডোল

ভারতীয় টেবিল টেনিসে ডামাডোল প্রতীকী চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ জুন ২০২২ ১৬:৫১
Share: Save:

ভারতীয় টেবিল টেনিসে ডামাডোল চলছেই। কমনওয়েলথ গেমসের দলে সুযোগ না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন আরও এক খেলোয়াড়। এখন দল নির্বাচন থেকে শুরু করে টেবিল টেনিস সংক্রান্ত সব সিদ্ধান্ত নিচ্ছে সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক কমিটি। যে দল নির্বাচন নিয়ে মামলা, প্রশাসক কমিটির দাবি, সেই দল এখনও নির্বাচনই করেনি তারা।

কয়েক দিন আগেই সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল, কমনওয়েলথ গেমসের জন্য পুরুষ ও মহিলাদের দল ঘোষণা করেছে প্রশাসক কমিটি। পুরুষদের দলে শরথ কমল, জি শাথিয়ান, হরমীত দেশাই ও সানিল শেট্টির নাম ছিল। অতিরিক্ত খেলোয়াড় হিসাবে নাম ছিল মানুষ শাহের। মেয়েদের দলে ছিলেন মণিকা বাত্রা, অর্চনা কামাথ, শ্রীজা আকুলা ও রিথ রিষ্য। অতিরিক্ত খেলোয়াড় ছিলেন দিয়া চিতালে।

দলে সুযোগ না পেয়ে রবিবার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন দিয়া। সোমবার অভিযোগ দায়ের করেন মানুষ। তাঁর বাবা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘আমরা রিট পিটিশন দায়ের করেছি। ১০ জুন শুনানি। সে দিন দিয়ার আবেদনেরও শুনানি হবে।’’

রবিবার বেঙ্গালুরুতে সাংবাদিক সম্মেলন করে প্রশাসক কমিটি জানিয়েছিল, সাই (স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া)-এর অনুমতি পেলে তবেই মেয়েদের দলে সিলমোহর দেওয়া হবে। প্রশাসক কমিটির এই মন্তব্যের পরে তাদের কোর্টেই বল ঠেলে দিয়েছে সাই। দল গঠনে প্রত্যক্ষ ভাবে যুক্ত হতে চাইছে না তারা। সাই টুইট করে জানিয়েছে, ‘স্বচ্ছ ভাবে দল গঠন করা হলে সাই সেখানে প্রত্যক্ষ ভাবে যুক্ত হবে না।’

এই ডামাডোলের মধ্যে প্রশাসক কমিটি জানিয়েছে, এখনও দল ঘোষণা করেনি তারা। খেলোয়াড়দের ই-মেল করেছে তারা। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ই-মেলে লেখা, ‘২ জুন খেলোয়াড়দের নথি জমা দিতে বলা হয়েছিল। তার এক মাত্র উদ্দেশ্য ছিল আগে থেকে ভিসা সংক্রান্ত বিষয় মিটিয়ে ফেলা। তার সঙ্গে দল নির্বাচনের কোনও যোগ নেই।’ প্রশাসক কমিটি ই-মেলে আরও লিখেছে, ‘বিভিন্ন সংবাদপত্রে খবর বেরিয়েছে যে কমনওয়েলথ গেমসের দল ঘোষণা করা হয়েছে। সেটা ঠিক নয়। কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসের দল এখনও নির্বাচন করা হয়নি।’

কমনওয়েলথ গেমসের জন্য টেবিল টেনিস দলের নাম সামনে আসার পরে বিতর্ক শুরু হয়েছিল। জাতীয় র‌্যাঙ্কিংয়ে অনেক পিছনে থাকা অর্চনা কামাথ কী ভাবে সুযোগ পান তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তখন প্রশাসক কমিটি জানিয়েছিল, জাতীয় টেবিল টেনিস ফেডারেশন যে পদ্ধতিতে দল নির্বাচন করে তা ঠিক নয়। সেই নিয়মে বদল করা হবে। এ বার প্রশাসক কমিটি জানাল, দল নির্বাচনই হয়নি। টেবিল টেনিস নিয়ে এই বিতর্কের জল কত দূর গড়ায় সেটাই দেখার।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE