Advertisement
২২ সেপ্টেম্বর ২০২৩
olympics

মোদীর রাজ্যে অলিম্পিক্স! নীল নকশা তৈরি, জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

এ বার অলিম্পিক্সেরও আয়োজন করতে চাইছে ভারত। ২০৩৬ সালে অলিম্পিক্সের আয়োজন করতে চাইছে তারা। নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে এই প্রতিযোগিতার আয়োজন করতে চাইছে ভারত।

এ বার অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পেতে চাইছে ভারত। আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার কাছে আবেদন করবে ভারত।

এ বার অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পেতে চাইছে ভারত। আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার কাছে আবেদন করবে ভারত। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ১৫:১৯
Share: Save:

১৪ বছর পরে ২০৩৬ সালে অলিম্পিক্সের আয়োজন করতে চাইছে ভারত। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি জানিয়েছেন, নীল নকশা তৈরি করে রেখেছেন তাঁরা। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সামনে সেই প্রস্তাব রাখবেন তাঁরা। কেন্দ্র আশাবাদী যে অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পাবে ভারত।

এর আগে ১৯৮২ সালে এশিয়ান গেমস ও ২০১০ সালে কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল ভারত। কিন্তু অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব কোনও দিন পায়নি। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মুম্বইয়ে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির বৈঠক রয়েছে। সেখানেই নিজেদের পরিকল্পনা তুলে ধরবে ভারতীয় অলিম্পিক্স সংস্থা। তারা চাইছে, আমদাবাদে অলিম্পিক্সের আয়োজন করতে। কারণ, সেখানে সব খেলা আয়োজনের ব্যবস্থা রয়েছে।

একটি ইংরাজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে অনুরাগ বলেছেন, ‘‘ভারত যদি জি২০ সম্মেলনে সভাপতিত্ব করতে পারে তা হলে আমি নিশ্চিত, অলিম্পিক্সেরও আয়োজন করতে পারবে। আমরা জানি, ২০৩২ সাল পর্যন্ত আয়োজক দেশ ঠিক করা আছে। তাই ২০৩৬ সালের জন্য আবেদন করব। আমরা তৈরি।’’

শুধু অলিম্পিক্স আয়োজন করা নয়, সাফল্যের সঙ্গে তাঁরা আয়োজন করতে পারবেন বলে দাবি করেছেন অনুরাগ। বলেছেন, ‘‘না বলার কোনও কারণ নেই। আমরা তৈরি রয়েছি। ভারতে খেলাধুলোর প্রচার খুব ভাল ভাবে হচ্ছে। তাই এটাই সঠিক সময়। ভারত ধীরে ধীরে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠছে। তা হলে খেলার ক্ষেত্রে কেন আমরা পিছিয়ে থাকব।’’

ভারতীয় অলিম্পিক্স সংস্থার সঙ্গে বসে নীল নকশা তাঁরা তৈরি করে ফেলেছেন বলে জানিয়েছেন অনুরাগ। তিনি বলেছেন, ‘‘২০২৩ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার সামনে নিজেদের পরিকল্পনা পেশ করব। অলিম্পিক্স আয়োজনের জন্য যা যা দরকার সব কিছু করব। ভারতীয় অলিম্পিক্স সংস্থা ও কেন্দ্র যৌথ ভাবে সব কিছু করবে।’’

কিন্তু গুজরাতেই কেন অলিম্পিক্স আয়োজন করতে চাইছে ভারত? তার জবাবে অনুরাগ বলেছেন, ‘‘গুজরাত অনেক বার অলিম্পিক্সের আয়োজন করতে চেয়েছে। সেখানে খেলার পরিকাঠামোর পাশাপাশি হোটেল, বিমানবন্দর, হোস্টেল ও অন্যান্য সুবিধাও রয়েছে। ওরা এত আগ্রহ দেখাচ্ছে বলেই ওদের আয়োজনের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE